আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে
যাব না গো যাব না যে রইনু পড়ে ঘরের মাঝে
এই নিরালায় রব আপন কোনে
যাব না এই মাতাল সমীরণে
আমার এ ঘর বহু যতন করে
ধূতে হবে মুছতে হবে মোরে
আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে
যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে
২২ চৈত্র ১৩২০ ( ১৯১৪)
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি