আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে
যাব না গো যাব না যে রইনু পড়ে ঘরের মাঝে
এই নিরালায় রব আপন কোনে
যাব না এই মাতাল সমীরণে
আমার এ ঘর বহু যতন করে
ধূতে হবে মুছতে হবে মোরে
আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে
যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে
২২ চৈত্র ১৩২০ ( ১৯১৪)
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে
যাব না গো যাব না যে রইনু পড়ে ঘরের মাঝে
এই নিরালায় রব আপন কোনে
যাব না এই মাতাল সমীরণে
আমার এ ঘর বহু যতন করে
ধূতে হবে মুছতে হবে মোরে
আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে
যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে
২২ চৈত্র ১৩২০ ( ১৯১৪)
More Stories
সময়কে সঠিকভাবে কাজে লাগাবেন কিভাবে: বুক সামারি
আমেরিকার ৭৭% মানুষ নাকি টাকার সমস্যা আছে
বন্ধু যখন বই ও কম্পিউটার