আপনার আপনি ফানা হলে সে ভেদ- লালনগীতি
আপনার আপনি ফানা হলে
সে ভেদ জানা যাবে।
কোন নামে ডাকিলে তারে
হৃদাকাশে উদয় হবে।।
আরবি ভাষায় বলে আল্লাহ
ফারসিতে কয় খদাতালা।
গড বলিছে যীশুর চেলা
ভিন্ন দেশে ভিন্ন ভাবে।।
মনের ভাব প্রকাশিতে
ভাষার উদয় এ জগতে।
মনাতীত অধরে চিনতে
ভাষাবাক্য নাহি পাবে।।
আল্লাহ হরি ভজন পূজন
এ সকল মানুষের সৃজন।
অনামক চেনায় বচন
বাগেন্দ্রিয় না সম্ভবে।।
আপনাতে আপনি ফনা
হলে তারে যাবে জানা।
সিরাজ সাঁই কয় লালন কানা
সরূপে রুপ দেখ সংক্ষেপে।।
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি