পারমিয়ান ট্রায়াসিক গন বিলুপ্তি একটি বহুল আলোচিত দুর্যোগ । পারমিয়ান এর শেষ সময়ে ২৫.৪ কোটি বছর পূর্বে সমুদ্রের গণ বিলুপ্তির সময়ে বৃহৎ আকারে মাটি ক্ষয় সাধন বা সয়েল ইরোসন ও স্থল ভাগের ইকো সিসটেম ধ্বংস হয়। যদিও সুনির্দিষ্ট সময ও এর ক্ষয় ক্ষতির পরিমাণ এখনো সম্পর্নভাবে জানা সম্ভব হয় নি।
দক্ষিণ চীনের একটি জায়গা নাম সাংশি যা কিনা পারমিয়ান সময়ের সমুদ্রজাত পাললিক শিলা মজত আছে। তাছাডা জাওহিবিয়ান নামে আরও একটি জাযগা সেখানে স্থলজ ভাগের পাললিক শিলা মজুত আছে। সেখান থেকে স্যাম্পল হিসাবে পাললিক শিলা নিয়ে তার নির্যাস বের করে সেগুলো থেকে বায়োমার্কার এর উপস্থিতি দেখে প্রাগৈতিহাসিক ঘটনা বলি সঠিক ভাবে বের করা সম্ভব।
পৃথিবীতে গত ৫৪ কোটি বছর সময়ের মধ্যে পারমিয়ান ট্রিয়াসসিক সময়ের ( আজ থেকে ২৫.৪ কোটি বছর আগে) গন বিলুপ্তি ঘটনা হল সবথেকে বৃহৎ জীব বৈচিত্র্য ধ্বংসের ঘটনা । এ সময়ে প্রায় সমুদ্রের ৮০-৯০ শতাংশ প্রাণী মারা যায় এবং স্থলভাগে ৭০ শতাংশ প্রাণী মারা যায়। এই গন বিলুপ্তি জল ও স্থলভাগ উভয় স্থানেই সংগঠিত হয়েছিল।

গবেষকরা এখনো স্থায়ী কোন সিদ্ধান্তে আসতে পারেনি যে, স্থল ভাগের বৃক্ষ কুল ধ্বংস জলভাগের প্রাণী ধ্বংসের সাথে সাথেই ঘটেছে নাকি আগে অথবা পরে ঘটেছে। সেই অজানাকে গবেষণার মাধ্যমে উদ্ঘাতন করার জন্য এই বর্তমান গবেষণার সূচনা করা হয়েছে।
পারমিয়ান সময়ের শেষ ভাগে সমুদ্রের গন বিলুপ্তির আগে দুইটি আলাদা আলাদা সময়ে কয়েক ডজন কিলো বছর এর মধ্যে দুটি পৃথক ভূমি বাস্তুসংস্থার ধ্বংসের ঘটনা ঘটে যেখানে অধিকাংশ বৃক্ষরাজির ধ্বংস হয়। স্থলজ ভূখণ্ডে ব্যাকটেরিয়া র প্রাদুর্ভাব ঘটে সাথে সাথে বৃক্ষরাজি কমতে শুরু করে। সেই সাথে ২৫.৪ কোটি সময়ে সমুদ্রের গন বিলুপ্তির সময়ে ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব ঘটে । এর পরে সমুদ্রের গন বিলুপ্তির কয়েক ডজন কিলো বছর পরে কিছু গুল্ম জাতীয় গাছপালার উৎপত্তি হয়। এটা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সাথে এবং সমুদ্রের পানিতে অক্সিজেন এর মাত্রা একেবারেই ছিল না অথবা সামান্য কিছু আছে এই অবস্থায়।
জাপানের তোহকু বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক প্রফেসর কুনিও কাইহো র নেতৃত্বে গবেষণা পরিচালিত হয়। প্রধান গবেষক বাংলাদেশের পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের সহযোগী অধ্যাপক ডঃ রমন কুমার বিশ্বাস ও সহ গবেষক জাপানের রিও সুকে সাইত কাজ করেছেন। ডঃ রমন কুমার বলেন, এটা সত্যি একটা আনন্দের বিষয় যে নতুন একটি জ্ঞান সৃষ্টি হল । গবেষকদের কাজই নতুন নতুন জ্ঞান সৃষ্টি করা। পারমিয়ান সময়ের গণ বিলুপ্ত তে স্থলজ ও জলজ ভাগের গণ বিলুপ্তিতে কোন সর্ম্পক ছিল কিনা তা অমিমাংশিত ছিল ৷ আমাদের এই গবেষণা সেই সর্ম্পকটা পুরুদ্ধার করল। আমরা খুশি।

এক নজরে সম্পুর্ন গবেষণা :
পাললিক শিলা স্যাম্পল : দক্ষিণ চীন এর সাংশি ও জাওহিবিয়ান ৷
শিলার বয়সঃ ২৫.৪ কোটি বছর
গবেষণার পদ্ধতিঃ বায়োমার্কার ল্যাব এ বায়োমার্কার বা ফলিস অণু উদ্ঘাতন যেমন প্রিস্টেন, ফাইটেন, আল্কেন ইত্যাদি
ল্যাব মেশিনঃ গ্যাস ক্রমাটোগ্রাফ মাস স্পেক মাস স্পেক GCMSMS
সফট ওয়ারঃ আজিলেন্ট মাস হান্টার, এক্সেল, ইলাস্ট্রেটর, কালেইদাগ্রাফ
গবেষণার সম্পন্ন করার সম্ভাব্য সময়ঃ ২ বছর
গবেষণা তত্ত্বাবধায়কঃ প্রফেসর কুনিও কাইহো
পিএইডি ফেলো ও প্রধান গবেষকঃ রমন কুমার বিশ্বাস
গবেষণা প্রকাশিতঃ ২০২০ সালে
জার্নাল নামঃ গ্লোবাল প্লেনটারি এন্ড চেঞ্জ , ইমপ্যাক্ট ফ্যাক্টর ৫.১৪
লিঙ্কঃ https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0921818120302186
More Stories
NST Fellowship to MS / MPhil, PhD and Post-Doctoral level students/researchers in science and technology related subjects at various universities for the development of science and technology
Research Fund Deadline 30 June 2022 Ministry of Science and Technology of Bangladesh Govt.
Drawing of Padma Bridge and Celebration of Opening Ceremony 25 June 2022 II Riyana