colorgeo.com

Disaster and Earth Science

পৃথিবী তে একটাই ভূখণ্ড একটাই সমুদ্র ছিল প্লেট টেকটনিক থিওরি তে প্রমাণ

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

পৃথিবীর সমস্ত ভুখন্ড একটা জায়গায় ছিল। এটাকে বলে পান্জিয়া মহাদেশ। প্লেট টেকটনিক থিওরি বলে, পান্জিয়া মহাদেশের প্লেট গুলো ৫৭ কোটি বছর পর থেকে দৃশ্যমান রুপে একে ওপরের থেকে সরে যেতে শুরু করে, যা আজ অবধি গতিশীল। এর ফলে পান্জিয়া মহাদেশ ভেঙে ৭ টি মহাদেশ হয়েছে। যদি ও এটা নিয়ে আরও গবেষণা করা যায়। পৃথিবীর বর্তমান ৭ টি মহাদেশ যে এক সময় এক জায়গায় ছিল তার আরও প্রত্যক্ষ অনেক প্রমান আছে। বর্তমান আমেরিকার এক প্রকার প্রানীর জীবাষ্ম ইউরোপ এ পাওয়া যায়। এবং বর্তমান দক্ষিন আমেরিকার এক প্রকার প্রানীর জীবাষ্ম অস্ট্রেলিয়া এ পাওয়া যায়। এসব প্লেট টেকটনিক থিওরির সাথে পরিস্কার ব্যাখ্যা পাওয়া যায়।

Please follow and like us:

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
%d bloggers like this: