৬.৬ কোটি বছর আগের ম্যাপ (world map) তৈরি করা একটা দুঃসাধ্যের ব্যপার হলেও অসম্ভব নয়। কারণ আমরা বর্তমান পৃথিবীর যে ম্যাপ দেখি তার সাথে অনেক পরিচিত কিন্তু পৃথিবী সব সময় এমন ছিল না। আমাদের এই পৃথিবীর এক বিরাট ইতিহাস রয়েছে। পৃথিবীর ম্যাপ (world map) তৈরি করতে যারা নিরলস কষ্ট করেছেন সে বিজ্ঞানীদের ধন্যবাদ দিতে কখনই কার্পণ্য করা উচিত নয়। কারণ এই ম্যাপ কোন মন গড়া কোন গল্প নয়। সম্পূর্ণ বিজ্ঞানের ভিত্তিতে তৈরি করা ম্যাপ। নিচে যে ৬.৬ কোটি বছর আগের ম্যাপ তা দেখছেন এটা ডাইনোসর যখন বসবাস করতো সেই যুগের। ডাইনোসর যদি ম্যাপ বুঝত তাহলে হয়ত খুশি হত! কারণ তখন কার দিনে গোল লাল চিহ্নিত মেক্সিকো ও ডেক্কান ট্র্যাপ এলাকায় বর্তমান ইন্ডিয়া এবং আমাদের বাংলাদেশ অবস্থিত।মেঘালয় আমাদের সীমান্ত বরতি প্রদেশ।
নিচের এই ম্যাপে মূলত কয়েকটি বিষয় লক্ষণীয় গোল লাল চিহ্নিত জায়গা গুলো হল মহাশূন্য থেকে উল্কা পাতের স্থান । অর্থাৎ বর্তমান পৃথিবীর যেখানে উল্কা আঘাত হেনেছিল সেই সময়ে। এবং বর্তমান পৃথিবীতে এটা তুলনা করলে আসে মেক্সিকোর চিক্সুলাব নামক জায়গা। অন্য যে লাল চিহ্নিত জায়গা সেটা আমাদের পাশের দেশ ইন্ডিয়া এখানে মূলত বৃহৎ পরিসরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছিল ঠিক ৬.৬ কোটি বছরের কিছু সময় আগে থেকে এবং ধারনা করা হয় যে এই বৃহৎ আকারের অগ্নুৎপাতের জন্য ক্রিটেসিয়াস- পেলিওজিন গন বিলুপ্তি ঘটেছিল যখন পৃথিবীর প্রায় ৭৫ শতাংশ প্রাণী মারা যায়, বৃহৎ আকারের ডাইনোসর ও রক্ষা পাইনি। অন্যান্য যে হলুদ স্টার সেগুলো মূলত ক্রিটেসিয়াস- পেলিওজিন গন বিলুপ্তির আরও অন্যান্য বিষয়ের ভিত্তিতে প্রমানিত স্থান। যেমন ইরানের ইজেক, তিউনিসিয়ার এল কেফ, ভারতে মেঘালয় ইত্যাদি। অর্থাৎ এই ওয়ার্ল্ড মানচিত্র (world map) থেকে এটা বোঝা যায় যে পৃথিবীর ইতিহাস আসলে অতি সরল নয়।
এই ম্যাপ টি ইলাস্ট্রেটর এর সাহায্যে করা হয়েছে (রমন) পূর্ব বরতি ম্যাপ থেকে নিয়ে। তবে বিভিন্ন সফটওয়্যার দিয়েও তৈরি করা যায় সহজেই। আমাদের পৃথিবীর এ যাবত কালের যত মহাদেশ গুলোর ধারাবাহিক স্থান পরিবর্তন হয়েছে তার একটি ভাল ধারনা পাওয়া যায় একটি কম্পিউটার ভিত্তিক ওয়েবসাইটে থেকে যেটা বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য প্রমাণের ভিত্তিতে তৈরি করা। পৃথিবীর অতীতের সমস্ত মহাদেশ গুলোর অবস্থান দেখতে ভিসিট করুন।
More Stories
স্মার্টফোন ও কম্পিউটার আসক্তি আপনার ক্ষতি করছে না তো?
How to convert mg/l to meq/l simply
My Own Life Story: The Real Kindness of Japanese People