Colorgeo

Classroom for Geology and Disaster

অপারের কাণ্ডার নবিজী আমার

Spread the love

অপারের কাণ্ডার নবিজী আমার

অপারের কাণ্ডার নবিজী আমার
ভজন সাধন বৃথা গেল আমার নবি না চিনে।
নবি আউয়াল আখের জাহের বাতেন
কখন কোন রুপ ধারন করেন কোনখানে।।


আসমান জমিন জলাদি পবন
যে নবির নূরেতে সৃৃৃজন।
কোথায় ছিল সে নবীজির আসন
নবি পুরুষ কি প্রকৃতি আকার তখনে।।


আল্লাহ নবি দুটি অবতার
গাছ বীজ দেখি যে প্রকার।
সুবুদ্ধিতে কর তার বিচার
গাছ বড় কি ফলটি বড় নাও জেনে।।


আত্ম তত্ত্বে ফাজেল যে জনা
সেই জানে নবির নিগুর কারখানা।
রাসুল রুপে প্রকাশ রব্বানা
লালন বলে দরবেশ সিরাজ সাইর গুনে।।

চিরদিন জল ছেঁচে মোর

গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা- লালনগীতি lalon geeti

মন সহজে কি সই হবা চিরদিন ইচ্ছা মনে

ধন্য ধন্য বলি তারে