Colorgeo

Classroom for Geology and Disaster

অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়

Spread the love

গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর

শিল্পীঃ সুবিনয় রায়


অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়

কণা টুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে হায় হায়

নদী তট সম কেবলই বৃথাই প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই

একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায়

যাহা যায় আর যাহা কিছু থাকে সব যদি দেই সপিয়া তোমাকে

তবে নাহি ক্ষয় সবই জেগে রয় তব মহা মহিমায়

তোমাতে রয়েছে কত শশী ভানু 

হারায় না কভু অণু পরমাণু

আমারই ক্ষুদ্র হারাধন গুলি রবে না কি তব পায়।।


১৩০৭ (১৯০১)

অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায় (Listen on Youtube)