Colorgeo

Classroom for Geology and Disaster

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক

Spread the love

অকারণে অকালে মোর

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক

তখন আমি ছিলাম শয়ন পাতি।

বিশ্ব তখন তারার আলোয় দাঁড়ায়ে নির্বাক

ধরায় তখন তিমির গহন রাতি।

ঘরের লোকে কেঁদে কইল মোরে

আধারে পথ চিনবে কেমন করে

আমি কইনু, চলব আমাই নিজের আলো ধরে

হাতে আমার এইযে আছে বাতি

বাতি যতই উচ্চ শিক্ষায় জ্বলে আপন তেজে

চোখে ততই লাগে আলোর বাধা

ছায়ায় মিশে চারিদিকে মায়া ছড়ায় সে যে

আধেক দেখা করে আমায় আধা।

গর্ভ ভোরে যতই চলি বেগে

আকাশ তত ঢাকে ধুলার মেঘে

শিখা আমার কেঁপে ওঠে অধীর হাওয়া লেগে

পায়ে পায়ে সৃজন করে ধাঁদা।।

হঠাৎ  শিরে লাগল আঘাত বনের শাখাজালে হঠা ৎ হাতে নিবল আমার বাতি।।

চেয়ে দেখি পোথা হারিয়ে ফেলেছি কোন কালে

চেয়ে দেখি তিমির গগণ রাতি

কেঁদে বলি মাথা করে নিচ

শক্তি আমার রইল না আর কিছু

সেই নিমেষে হঠা ৎ দেখি কখন পিছু পিছু

এসেছে মোর চির পথের সাথি।।

বৈশাখ ১৩২৬ বঙ্গাব্দ (১৯১৯ খ্রিঃ)

অকারণে অকালে মোর

অকারণে অকালে মোর

অকারণে অকালে মোর

ইউটিউব ভিডিও লিঙ্ক

রবীন্দ্র সঙ্গীত

অকারণে অকালে মোর

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক

তখন আমি ছিলাম শয়ন পাতি।

বিশ্ব তখন তারার আলোয় দাঁড়ায়ে নির্বাক

ধরায় তখন তিমির গহন রাতি।

ঘরের লোকে কেঁদে কইল মোরে

আধারে পথ চিনবে কেমন করে

আমি কইনু, চলব আমাই নিজের আলো ধরে

হাতে আমার এইযে আছে বাতি

বাতি যতই উচ্চ শিক্ষায় জ্বলে আপন তেজে

চোখে ততই লাগে আলোর বাধা

ছায়ায় মিশে চারিদিকে মায়া ছড়ায় সে যে

আধেক দেখা করে আমায় আধা।

গর্ভ ভোরে যতই চলি বেগে

আকাশ তত ঢাকে ধুলার মেঘে

শিখা আমার কেঁপে ওঠে অধীর হাওয়া লেগে

পায়ে পায়ে সৃজন করে ধাঁদা।।

হঠাৎ  শিরে লাগল আঘাত বনের শাখাজালে হঠা ৎ হাতে নিবল আমার বাতি।।

চেয়ে দেখি পোথা হারিয়ে ফেলেছি কোন কালে

চেয়ে দেখি তিমির গগণ রাতি

কেঁদে বলি মাথা করে নিচ

শক্তি আমার রইল না আর কিছু

সেই নিমেষে হঠা ৎ দেখি কখন পিছু পিছু

এসেছে মোর চির পথের সাথি।।

বৈশাখ ১৩২৬ বঙ্গাব্দ (১৯১৯ খ্রিঃ)

অকারণে অকালে মোর

অকারণে অকালে মোর

অকারণে অকালে মোর

ইউটিউব ভিডিও লিঙ্ক

রবীন্দ্র সঙ্গীত