Colorgeo

Classroom for Geology and Disaster

আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে

Spread the love

আগুনের পরশ মনি

আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে 

এ জীবন পুণ্য করো দহন দানে

আমাই এই দেহ খানি তুলে ধরো

তোমার ঐ দেবালয়ের প্রদীপ করো 

নিশি দিন আলোক শিখা জ্বলুক গানে

আঁধারের গায়ে গায়ে পরশ তব

সারা রাত ফোটাক তারা নব নব

নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো

যেখানে পড়বে সেথায় দেখবে আলো 

ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বে পানে

আগুনের পরশ মনি


১১ ভাদ্র ১৩২১ ( ১৯১৪)

আগুনের পরশ মনি