Colorgeo

Classroom for Geology and Disaster

নারী

Spread the love

Table of Contents

নারী

মোঃ রফিকুজ্জামান রফিক
———————————-
তোমার জন্মের দিন বাবা মিষ্টি বিতরণ করেনি;
সেদিন বাবার হাসি মুখটা কালো হয়ে গিয়েছিল।
তোমার প্রথম পা পড়েছিল অমসৃণ পথে-
তুমি বাবার নতুন চিন্তা,
কারণ তুমি নারী-
সমাজ তোমাকে অপয়া বলবেই।

আজ,
তোমার বয়স ষোল-
এখন তুমি আকর্ষণীয়া;
রাস্তার দুষ্ট ছেলেরা তোমাকে দেখে শিশ দেয়;
তোমার ফেসবুকে কত ছেলে বার্তা পাঠায়;
আজ কত ছেলের কামনার বস্তু তুমি।
কিন্তু তুমি ফিরে তাকালেই,
সমাজ তোমার চরিত্রে সীলমোহর মারবেই।
কারন তুমি নারী-
তোমার দিকে আঙ্গুল তুলে বলবেই তুমি দুশ্চরিত্রা,
জলে যাবে তোমার জ্ঞান-বুদ্ধি, তোমার মেধা।

তুমি নিয়োগ পাবে পরিচায়িকা হিসেবে;
তোমার ভবিষ্যত রান্নাঘরে।
এখন তুমি মা, তোমার পুত্রের কাছে
তুমি শ্রদ্ধার পাত্র;
কিন্তু মা তুমি কি জানো তোমার ছেলে রাস্তার ধারে কি করে?
চায়ের দোকানে আসা মেয়েদের দিকে
কোন দৃষ্টিতে তাকায়-
তুমি কি কখনো নিষেধ করেছো?
তাহলে তুমি কেমন মা!

আজ তুমি বৃদ্ধা, তোমার ছেলে-বউয়ের কাছে তুমি অবহেলার, তোমার নাতি-নাতনি আজ তোমাকে ডাকে ‘বুড়ী’ বলে।
ধিক্কার জানাই সেই সব নারীকে-
ধিক্কার জানাই সেই সব পুরুষকে।

আমরা মাকে ভালোবাসি-
ভালোবাসি বোনকে,
তাহলে কেনো আমরা ভালোবাসতে পারিনা
অন্য নারীকে??

এ আমাদের হীনমন্যতা নয় কি ?
তাহলে কবে আমরা সত্যিকারের পুরুষ হয়ে
নারীর হাতে-হাত রেখে জয় করব পৃথিবী।

নারী

মোঃ রফিকুজ্জামান রফিক
২য় বর্ষ, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত: ‘বর্ণালী’ মাসিক ম্যাগাজিন, অক্টোবর সংখ্যা, ২০২০

 

নারী
নারী