Colorgeo

Classroom for Geology and Disaster

প্রেমের সাঁজ

Spread the love

প্রেমের সাঁজ

কামরুজ্জামান বিবেক ————————— বর্ষায় মন উতলা হয় আমার। পরিকল্পনা ছিল টিপ টিপ বৃষ্টিতে দুজনে ভিজতে যাবো কালো যমুনার ধারে যাবো। এ কথা শুনে প্রকৃতি আমাদের স্বাগত জানাতে নতুন সাজে সজ্জিত হবার পরিকল্পনা করছে। বর্ষার নতুন পানিতে গাছগুলো জীবন ফিরে পেয়েছে। কদম বনের নতুন সাঁজ তোমার চোখে পড়ে নি? দুধসাদা কদম কলি বর্ষার সবুজ পাতার নৌকায় করে আমাদের জন্য অপেক্ষা করছে যমুনার কালো জ্বলে। বেলি, জুঁই কিংবা কাঠগোলাপ কেউ চুপ করে বসে নেই তোমার মনে দোলা দেওয়ার জন্য। শুনছো তুমি হাসনাহেনার নতুন সংসার হয়েছে এই বর্ষায় সে শিউলি বনে নিজের সংসার পেতেছে একমাত্র তোমায় আমায় দেখবে বলে!! বর্ষার মুষল ধারা তোমার মন কে দুলায়িত করতে পারবে তো? নাকি তুমি শীতের রিক্ততায় কাবু হতে পছন্দ করো বেশি?
প্রেমের সাঁজ
প্রেমের সাঁজ

প্রেমের সাঁজ

কামরুজ্জামান বিবেক তৃতীয় বর্ষ, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন (২য় সংখ্যা) সমতা

Artwork; এক নারীর গল্প

Artwork; সহযোগিতা Artwork; জীবনের শিকড় শিল্প কর্ম আর্ট ওয়ার্ক সব গুলো একত্রে ক্যাটাগরি বাংলায় পড়ুন সবগুলো একত্রে ক্যাটাগরি