Colorgeo

Classroom for Geology and Disaster

বাবু খাইছো গানটি কি অপসংস্কৃতি

Spread the love

বাবু খাইছো গানটি কি অপসংস্কৃতি?

কয়েক দিন আগে একটি গান ব্যাপক ভাইরাল হয়েছে। ইতিমধ্যে গান টি ২.২ মিলিয়ন ভিউ হয়েছে শুধু মাত্র ইউটিউবে। গানটি বর্তমান তরুণ প্রজন্ম কে ব্যাপকভাবে আকৃষ্ট করেছে।কেউ কেউ বলেছে গান টি একটি অপ সংস্কৃতি! বাবু খাইছ মূলত একটি হিপ হোপ স্টাইলে পশ্চিমা ধাঁচের গান। যাকে বলা যায় DJ স্টাইলের গান। বাংলাদেশে এই ধরনের গান অনেক আগেই শুরু হয়েছে শুধু এই গান টি নয়। এখন অনেক যুবক ছেলেমেয়েরা হিপ হোপ পছন্দ করছে।

এখন কথা হচ্ছে গান টি কি অপসংস্কৃতির মধ্যে পড়বে নাকি, গানের জগতে নতুন ধারার আরও একটি সংযোজন!

যেহেতু বাংলাদেশ আরও আধুনিকতার দিকে যাচ্ছে দিন দিন, সে জন্য পশ্চিমা সংস্কৃতি বাংলা তে আসবে এটা স্বাভাবিক। আর যে কোন ভাষা বা সংস্কৃতির এটাই নিয়ম সর্বদা পরিবর্তন হওয়া। পরিবর্তন দরকার হয় যুগের সাথে তাল মিলিয়ে চলতে। তবে অবশই খেয়াল রাখতে হবে যে , এই পরিবর্তন যেন, শিকড় কে বিকৃত না করে।

বাবু খাইছো
বাবু খাইছো

বাংলাদেশের পৃথিবীর বুকে গর্ব করার মত অনেক কিছু রয়েছে সে গুলো যেন বিকৃত না হয়। যেমন লালনের গান, লালনের মত করেই গাইতে হবে। লালনের গান কে হিপ হোপ স্টাইলে গাইলে সেটা হবে খারাপ। তাই তরুণ সমাজ কে অবশ্যই বাংলা নিজেস্ব সংস্কৃতি ধরে রাখার দিকে দৃষ্টি দিতে হবে।

বাবু খাইছ একটি নতুন ধারার গান, এতে আমাদের সংস্কৃতি আরও সমৃদ্ধি হবে ছাড়া বিকৃত হবে বলে মনে হয় না।

জাপানের একটা উদাহরণ দিয়ে বলা যায়, জাপানের তরুণ সমাজের বেশির ভাগ ই আমেরিকার সমস্ত গান, ফ্যাশন, স্টাইল অনুসরণ করে, আর অন্য দিকে ঐ তরুণ দল বদ্ধ হয়ে যখন কোন দেশীও মিনহ ফোক সংগীত গায় তখন কোন ভাবেই বোঝার উপায় নাই যে তারা আমেরিকার বা পাশ্চাত্য সঙ্গীতের প্রতি অনুকরণীয়।

বাবু খাইছো গানের লিরিক্স

আজকাল ভালোবাসা একটু স্ট্রেন্জহুটহাট বাবু আর হুটহাট চেন্জ,কে জেন কার সাথে বোঝা বড় দায়এই মিংগেল আর সিংগেল হায়,
প্রেমে পড়ে মাখামাখি চলে রাতদিন চেরাগেতে ঘশাঘশি তুমি আলাদিন,ভালোবেসে শুধু নাকি ফাস্ট ফুড চাইআমি সালা বুঝি না কি এত খাই,
মন করে আনাগোনা আমি জান তুমি শোনাকিছু মিছু জান টান খাইছেন টাইছেন বাড়ি যান,কানে মুখে কানাকানি চালু তুমি আমি জানি


টপর টপর টপর টপর ক্রাশ খাচ্ছো লকর ঝকর,প্রানটাকে মাখামাখি জানতুমি আমার পাখিপাখি পাখি পকপক প্রফাইল টা লক লক,ভালোটালো যতোভালো ভালোবাসা মহাকালো
সারাদিন ঘ্যান ঘ্যান প্যান প্যান আরবাবু খাইছো বাবু খাইছোবাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছোবাবু খাইছো বাবু খাইছো
আহা আসক করোনা আসক করোনা,বাবু খাইছোবাবু খাইছো বাবু খাইছোবাবু খাইছো


বাবু খাইছো বাবু খাইছোআহা আসক করোনা আসক করোনা,কি কথা সত্যি নাকি মিথ্যা বলছিসসেই ভাই সেই সেই,
মুরগিটাকে ইদানিং খুব ভঙ্গাচ্ছিহেই তুমি অন্য মেয়ের দিকে তাকাইলা কেনযাহ এবার শপিং টপিং ট্রিট চাই ট্রিট দাও এক্সট্রা টপিং,মনে মনে রঙ্গ টন
লাভ ইজ পিউর আসলেযে কি চলে নো বডি সো,মন করে আনাগোনাআমি জান তুমি শোনা


কিছু মিছু জান টান খাইছেন টাইছেন বাড়ি যান,কানে মুখে কানাকানি চালু তুমি আমি জানিটপর টপর টপর টপর ক্রাশ খাচ্ছো লকর ঝকর,প্রানটাকে মাখামাখি জানতুমি আমার পাখি
পাখি পাখি পকপক প্রফাইল টা লক লক,ভালোটালো যতোভালো ভালোবাসা মহাকালোসারাদিন ঘ্যান ঘ্যান প্যান প্যান আর বাবু খাইছোবাবু খাইছো বাবু খাইছো
বাবু খাইছো বাবু খাইছোবাবু খাইছোবাবু খাইছো বাবু খাইছোআহা আসক করোনা আসক করোনা,


বাবু খাইছো বাবু খাইছোবাবু খাইছো বাবু খাইছোবাবু খাইছো বাবু খাইছোআহা আসক করোনা আসক করোনা,
হে হে মামা দেখছোস মেশিংলাস্ট উইকে দিলাম সেটিং,এই সিজং টাই এটাই চলবো
তোর কপাল কি লুঙ্গি যে টানদিলে খুলবো,হুট করে চাই আর করে বেবি বেবিআহা কিছুই তো চাইনি দিয়াদিলা সবই


টিকো টয়েন্টির প্রেম এমনিতো হয়জান টান চলে না আর বাবু বাবু কয়মন করে আনাগোনাআমি জান তুমি শোনা
কিছু মিছু জান টান খাইছেন টাইছেন বাড়ি যান,কানে মুখে কানাকানি চালু তুমি আমি জানিটপর টপর টপর টপর ক্রাশ খাচ্ছো লকর ঝকর,প্রানটাকে মাখামাখি জানতুমি আমার পাখি
পাখি পাখি পকপক প্রফাইল টা লক লক,ভালোটালো যতোভালো ভালোবাসা মহাকালোসারাদিন ঘ্যান ঘ্যান প্যান প্যান আর বাবু খাইছোবাবু খাইছো,বাবু খাইছো

বাবু খাইছো Babu Khaicho গানটি কি অপসংস্কৃতি

বাংলা গান ও লিরিক্স

Artwork; এক নারীর গল্প

Artwork; সহযোগিতা

Artwork; জীবনের শিকড়

শিল্প কর্ম আর্ট ওয়ার্ক সব গুলো একত্রে ক্যাটাগরি

বাংলায় পড়ুন সবগুলো একত্রে ক্যাটাগরি