Colorgeo

Classroom for Geology and Disaster

কর্তব্যের কাছে ভাই বন্ধু কেহই নাই

কর্তব্যের কাছে ভাই বন্ধু
Spread the love

কর্তব্যের কাছে ভাই বন্ধু কেহই নাই

কর্তব্যের কঠিন পথ প্রেম-ভালোবাসা ও স্নেহ বন্ধন এর উর্দ্ধে। সমস্ত সংকীর্ণতাকে পরিহার করে কর্তব্য কে বড় করে দেখার মধ্য দিয়েই প্রকাশ ঘটে মনুষ্যত্বের। সৃষ্টির শ্রেষ্ঠত্বের আল্লাহর সৃষ্ট অন্যান্য জীবের সাথে মানুষের পার্থক্য এই যে মানুষ তার আপন দায়িত্ব সম্পর্কে সচেতন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কর্তব্য পালন মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় মানবজীবনে মৃত্যু যেমন এক অমোঘ সত্য তেমনি কর্তব্যের আহবানে সারা দেওয়া মানব জীবনের অংশ। কর্তব্যবোধ মানুষকে সত্তিকারের মানুষ চিনতে সহায়তা করে । দোলনা থেকে ছোট্ট শিশুটি ধীরে ধীরে তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে থাকে এমনিভাবে পারস্পরিক বোঝাপড়া ও কর্তব্য পালনের মাধ্যমে গড়ে তোলে পরিবার সমাজ ও রাষ্ট্র মূলত কর্তব্যের জালে আবদ্ধ । যেমন সন্তান-সন্ততির প্রতি বাবা মায়ের সমাজের প্রতি সমাজ পতিদের গরিবের প্রতি কর্তব্য আবহমানকাল ধরে চলে আসছে।  এসব কর্তব্যকর্ম কে বাদ দিয়ে জীবনের সার্থকতা খুঁজে পাওয়া মূর্খতা ছাড়া আর কিছুই নয়। মানবিক সম্পর্ক পালনের ক্ষেত্রে একটি বড় বাধা বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী প্রতিটি সম্পর্কের ঊর্ধ্বে থেকে কর্তব্য পালন। মনুষ্যত্বের পরিচায়ক দেশমাতৃকার ডাকে সাড়া দেয়া সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা । অন্যায় অসত্য থেকে দূরে থাকা প্রভৃতি কর্তব্যপালনে মানুষকে নানাবিধ ও স্বজনপ্রীতির আবদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যথার্থ কর্তব্য পালনে বাধা অতিক্রম করে যেতে হবে। যেমনটি করেছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রেরে নিজ  হাতে মৃত্যু চোখের পরে । সত্য নিষ্ঠাবান মানুষ কখনই কর্তব্য কে বিসর্জন দেয় না । কর্তব্যের সামনে সকল সম্পর্ককে উপেক্ষা করে দায়িত্ব পালন করার মধ্যেই যথাযথ মনুষ্যত্বের প্রকাশ বিশ্ব মানবতার কল্যাণ নিহিত।