Colorgeo.com

Disaster and Earth Science

কেমন হওয়া উচিত বিশ্ব বিদ্যালয়ের বাস

Spread the love

কেমন হওয়া উচিত বিশ্ব বিদ্যালয়ের বাস

যে কোনো বিশ্ববিদ্যালয়ের  PSTU জন্য গণ পরিবহন ও শিক্ষক, কর্ম কর্তা কর্মচারী দের একটু অতীব গুরুত্তপূর্ণ ।

সময় সূচি:

শিক্ষা বর্ষের শুরুতেই বিশ্ব বিদ্যালয়ের বাস বা মাইক্রোবাস চলাচলের জন্য একটি নির্দিষ্ট রুট নির্ধারণ করতে হবে এবং সহসা এই রুট পরিবর্তন করা যাবে না। ছাত্র ছাত্রীদের জন্য ও শিক্ষক কর্মকর্তা দের জন্য আলাদা আলাদা রুট হতে পারে। প্রতিটি রুটে বাস থামা ও যাত্রী উঠানোর জন্য নির্দিষ্ট সাইন বোর্ড সম্বলিত স্টপেজ নির্ধারণ করতে হবে।

কেমন হওয়া উচিত বিশ্ব
PSTU ক্যাম্পাস বাস

বাস বা গণ পরিবহন ছাড়ার সময় নির্ধারিত ও অপরিবর্তনীয় রাখতে হবে। গণ পরিবহন বা মাইক্রোবাস চালক ও হেলপার কে প্রতিটি স্টপেজে নূন্যতম ১০ সেকেন্ড থামতে হবে যাত্রী না থাকলেও।

কেমন হওয়া উচিত বিশ্ব বিদ্যালয়ের বাস

বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে বাস চলাচলের রুট (ম্যাপ সহ) ও সময় ,টাইম টেবিল সহ প্রকাশ করতে হবে।

বিশ্ব বিদ্যাল়গুলোতে গণ পরিবহন একটি সর্বদা সক্রিয় ও নিরবিচ্ছিন্ন সেবা।

বর্তমানে কিছু কিছু বিশ্ব বিদ্যালয় দায়িত্ব অবহেলা পরিলক্ষিত হয়। এজন্য বিশ্ব বিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়ে উপরে উল্লেখিত পদক্ষেপ গুলো বাস্তবায়ন করলে সমাধান হবে বলে অনেকে মনে করেন।