Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

ইচ্ছা থাকিলে উপায় হয়

ইচ্ছা থাকিলে উপায়
Spread the love

ইচ্ছা থাকিলে উপায় হয়

ইচ্ছা যে মানুষের ইচ্ছাশক্তির নিকট সকল প্রতিকূলতা ই নতিস্বীকার বাধ্য। সাধনায় বাধা আসলে তা অতিক্রম করা সম্ভব এ জন্য প্রয়োজন আত্মশক্তিতে বলীয়ান হওয়া এবং প্রাণবন্ত হয়ে ওঠা। ইচ্ছা শক্তি মানুষের রক্ত। পৃথিবীতে যারা কর্মী গুণী জ্ঞানী বলে পরিচিত হয়েছেন তারা সকলেই অদম্য ইচ্ছা শক্তির কাছে পর্যন্ত স্বীকার করতে বাধ্য। হোমারের ইলিয়াড এর কাহিনী শুনতে শুনতে জার্মান বালক ক্লিনের ট্রয় নগরীর ধ্বংসাবশেষ আবিষ্কার বাসনা জেগেছিল। কঠোর সাধনায় তিনি সফল হন। সম্রাট নেপোলিয়ন তার বাহিনীসহ আল্পস পর্বতের নিকটে গিয়ে উৎসাহে বলে ওঠেন দেয়ার উইল বি নো আল্পস অর্থাৎ আমার বিজয় অভিযানের মুখে আল্পস পর্বত থাকবেনা। আত্মশক্তি সম্বন্ধে নেপোলিয়নের বোধ ও দৃঢ় বিশ্বাসী ইচ্ছাশক্তির অভিব্যক্তি ইচ্ছাশক্তি পূরণের জন্য কায়মনোবাক্যে চেষ্টা করতে হবে। মানুষ অপরাজেয় ইচ্ছাশক্তির ধারক বলেই সে সর্বশক্তিমান সে যা ইচ্ছা করে তাই পেতে পারে। মানুষের সকল কাজের মূল্য হচ্ছে ইচ্ছাশক্তি আজকের পৃথিবীর সকল সুন্দর সৃষ্টি মানুষের ইচ্ছাশক্তির ফলশ্রুতি।