Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

কাক ও কোকিল একই বর্ণ কিন্তু ভিন্ন ভিন্ন

কাক ও কোকিল একই
Spread the love

কাক ও কোকিল একই বর্ণ কিন্তু ভিন্ন ভিন্ন

একই জগত পিতার সন্তান হলেও কর্মের কারণে মানুষের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। বিশাল এ বিশ্বের বিচিত্র মানুষের কাজকর্ম ও বৈচিত্রময় পেশাগতভাবে মানুষের মধ্যে যে বিভিন্নতা সৃষ্টি হয় তা কমবেশি সবার কাছেই স্পষ্ট। কিন্তু দুর্নীতির দুষ্টচক্র যারা আপনার আয়েশী জিন্দেগীর রচনা করে তারা আমাদের মত মানুষ হলেও তাদের কর্মের কারণে আমাদের থেকে সমাজ থেকে আলাদা । আমাদের কাছে সমাজের কাছে তারা শ্রদ্ধার নয় ঘৃণার পাত্র পূজনীয় নয় বর্জনীয়। কাক ও কোকিল পাখি বর্ণ এক সহজে পার্থক্য পরিলক্ষিত হয় না এ জন্য আপন নিবাস বানাতে ব্যর্থ। কোকিল কাকের বাসায় ডিম পাড়ে আর সেই ডিমে তা দিয়ে কাক বাচ্চা ফুটায় তখনো কাক কোকিলের বাচ্চাকে চিনতে পারে না। কিন্তু একটু বড় হয়ে যখন তার ডাক শুনে তখনই তাকে চিনে কাক নিবাস থেকে বহিষ্কার করে। ঠিক তদ্রুপ পরার্থপরতা পরোপকারিতা সহনশীলতা মানবিকতা প্রভৃতি সুকুমার বৃত্তি গুলোকে যারা উদ্ভাসিত মানবহৃদয়ে তারাই সোনার হরফে লেখা নাম আম জনতা তাদের তরেই উৎসর্গ করে অন্তরের এনামুল হক। পক্ষান্তরে যারা মানুষের তথা সমাজের অনিষ্ট করে তাদের স্বরূপ চেনা মাত্রই মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। সকল মানুষ প্রকৃতিতে এক হলেও আকৃতিতে এক হলেও ভিন্ন ভালো মন্দ ন্যায় অন্যায় অসত্য প্রভৃতি গুণসম্পন্ন মানুষ আমাদের সমাজ সংসার। তাদের স্বভাব আচরণ এর মধ্যেই চিনে নিতে হয়।