যে কোনো বিশ্ব বিদ্যালয়ের জন্য গণ পরিবহন ও শিক্ষক, কর্ম কর্তা কর্মচারী দের একটু অতীব গুরুত্তপূর্ণ ।
Table of Contents
Toggle Table of Contentসময় সূচি:
শিক্ষা বর্ষের শুরুতেই বিশ্ব বিদ্যালয়ের বাস বা মাইক্রোবাস চলাচলের জন্য একটি নির্দিষ্ট রুট নির্ধারণ করতে হবে এবং সহসা এই রুট পরিবর্তন করা যাবে না। ছাত্র ছাত্রীদের জন্য ও শিক্ষক কর্মকর্তা দের জন্য আলাদা আলাদা রুট হতে পারে। প্রতিটি রুটে বাস থামা ও যাত্রী উঠানোর জন্য নির্দিষ্ট সাইন বোর্ড সম্বলিত স্টপেজ নির্ধারণ করতে হবে।
বাস বা গণ পরিবহন ছাড়ার সময় নির্ধারিত ও অপরিবর্তনীয় রাখতে হবে।
গণ পরিবহন বা মাইক্রোবাস চালক ও হেলপার কে প্রতিটি স্টপেজে নূন্যতম ১০ সেকেন্ড থামতে হবে যাত্রী না থাকলেও।
বিশ্ব বিদ্যালয়ের ওয়েব সাইটে বাস চলাচলের রুট (ম্যাপ সহ) ও সময় ,টাইম টেবিল সহ প্রকাশ করতে হবে।
বিশ্ব বিদ্যাল়গুলোতে গণ পরিবহন একটি সর্বদা সক্রিয় ও নিরবিচ্ছিন্ন সেবা।
বর্তমানে কিছু কিছু বিশ্ব বিদ্যালয় দায়িত্ব অবহেলা পরিলক্ষিত হয়। এজন্য বিশ্ব বিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়ে উপরে উল্লেখিত পদক্ষেপ গুলো বাস্তবায়ন করলে সমাধান হবে বলে অনেকে মনে করেন।
More Stories
গণিতের সকল সূত্র একসাথে
কয়লা ও কালো শেলের মধ্যে 2 টি প্রধান পার্থক্য জানেন কি?
প্রফেসর মদন মোহন দে যে 4 টি কারনে শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন