Colorgeo

Classroom of Money and Wisdom for Earth Science

কেমন হওয়া উচিত বিশ্ব বিদ্যালয়ের বাস

Spread the love

কেমন হওয়া উচিত বিশ্ব বিদ্যালয়ের বাস

যে কোনো বিশ্ববিদ্যালয়ের  PSTU জন্য গণ পরিবহন ও শিক্ষক, কর্ম কর্তা কর্মচারী দের একটু অতীব গুরুত্তপূর্ণ ।

সময় সূচি:

শিক্ষা বর্ষের শুরুতেই বিশ্ব বিদ্যালয়ের বাস বা মাইক্রোবাস চলাচলের জন্য একটি নির্দিষ্ট রুট নির্ধারণ করতে হবে এবং সহসা এই রুট পরিবর্তন করা যাবে না। ছাত্র ছাত্রীদের জন্য ও শিক্ষক কর্মকর্তা দের জন্য আলাদা আলাদা রুট হতে পারে। প্রতিটি রুটে বাস থামা ও যাত্রী উঠানোর জন্য নির্দিষ্ট সাইন বোর্ড সম্বলিত স্টপেজ নির্ধারণ করতে হবে।

কেমন হওয়া উচিত বিশ্ব
PSTU ক্যাম্পাস বাস

বাস বা গণ পরিবহন ছাড়ার সময় নির্ধারিত ও অপরিবর্তনীয় রাখতে হবে। গণ পরিবহন বা মাইক্রোবাস চালক ও হেলপার কে প্রতিটি স্টপেজে নূন্যতম ১০ সেকেন্ড থামতে হবে যাত্রী না থাকলেও।

কেমন হওয়া উচিত বিশ্ব বিদ্যালয়ের বাস

বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে বাস চলাচলের রুট (ম্যাপ সহ) ও সময় ,টাইম টেবিল সহ প্রকাশ করতে হবে।

বিশ্ব বিদ্যাল়গুলোতে গণ পরিবহন একটি সর্বদা সক্রিয় ও নিরবিচ্ছিন্ন সেবা।

বর্তমানে কিছু কিছু বিশ্ব বিদ্যালয় দায়িত্ব অবহেলা পরিলক্ষিত হয়। এজন্য বিশ্ব বিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়ে উপরে উল্লেখিত পদক্ষেপ গুলো বাস্তবায়ন করলে সমাধান হবে বলে অনেকে মনে করেন।