Colorgeo.com

Disaster and Earth Science

গতিই জীবন স্থিতিতে মরণ

গতিই জীবন স্থিতিতে মরণ

গতিই জীবন স্থিতিতে মরণ

প্রবল কর্মময় তার মধ্য দিয়ে প্রাণের উন্মাদনা নিয়ে গঠিত অঞ্চল পথে এগিয়ে যাওয়ার নামই জীবন। আর অকর্মণ্য প্রাণের অপর নাম মৃত্যু। মানুষ সৃষ্টির সেরা জীব শ্রেষ্ঠত্ব প্রমাণ মেলে কর্মময় তার মধ্য দিয়ে অনেক দায়িত্ব ও কর্তব্যের বোঝা নিয়ে মানুষ পৃথিবীতে আসে শুধু পেট পুরে খাওয়ার কোন রকমে টিকে থাকার জন্য কোন সার্থকতা নেই। হাত গুটিয়ে বসে না থেকে জীবনকে কর্মব্যস্ত করে তোলার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। এজন্য পরার্থপরতা নিয়ে মানুষকে এগিয়ে যেতে হবে সম্মুখ পানে আর জীবনের বাধা সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই গতি। ভবিষ্যৎ জীবনের মূল বীজ এর মধ্যেই লুকিয়ে থাকে আঁকড়ে ধরেই মানুষ হয়ে ওঠে প্রাণচঞ্চল কর্মব্যস্ত ধীরে ধীরে সাফল্যের শীর্ষে পৌঁছে যায় ফিরে পায় এক নতুন জীবন। অপরদিকে মানুষের জীবনের চরম শত্রু হলো অলসতা। অলসতা মানুষের জীবন প্রদীপ নিভিয়ে দেয় কর্মহীনতার ফলে মানুষ ক্রমশ স্থবির হয়ে পড়ে। কিন্তু মানব জীবন অত্যন্ত সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত জীবনী স্থবিরতা নেমে এলে ধীরে ধীরে সে সকলের বোঝা হয়ে ওঠে। সামাজিক লাঞ্ছনা-গঞ্জনার মধ্য দিয়ে নানা ঘটনার মধ্যে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। কর্মময় গতিশীলতার মধ্য দিয়ে যে জীবন সুন্দর। কর্মহীনতার গ্লানি বয়ে নিয়ে আসে মৃত্যু। জীবন যুদ্ধে সফলতা লাভের ক্ষেত্রে গতিশীলতার কোনো বিকল্প নেই। এর বিপরীত যা কিছু সব কিছু জীবন বিনাশক পন্থী।