Colorgeo

Classroom of Money and Wisdom for Earth Science

জগৎ জুড়িয়া এক জাতি

জগৎ জুড়িয়া এক জাতি
Spread the love

জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানবজাতি এক পৃথিবীর স্তনে লালিত একই রবি শশী মোদের সাথী

জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানবজাতি এক পৃথিবীর স্তনে লালিত একই রবি শশী মোদের সাথী। পৃথিবীতে মুসলমান হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান জৈন নামে বিভিন্ন গোত্র ধর্ম সম্প্রদায়ের লোক থাকলেও আমরা সকলে এক জাতি মানবজাতি। আমাদের সভ্যতার নাম মানবসভ্যতা সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন কয় জাতের কি রূপ দেখলাম না জগৎ জুড়ে। মরমী কবি লালন ফকির কোন জাতের বাতিল করেননি। যারা বিশ্ব মানবতাবাদের বিশ্বাসী তাদের জাতির একটি নাম হচ্ছে মানব জাতি। আর তাদের সভ্যতার নাম মানব সভ্যতা। পৃথিবীতে ধর্মের বর্ণের লোক বাস করে তারা নিজ নিজ ধর্মের অনুসারী হলেও সকলের মধ্যে একটা মানবতাবোধ আছে। তাই আমরা মনুষ্য জাতি। মানুষের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। প্রকৃতির সন্তান মানুষ তার সাধারন জ্ঞান মেধা ও মনন দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। মানুষ তাদের মেধা ও মনন দিয়ে শ্রেষ্ঠত্বের আসল অর্জন করেছে। প্রকৃতির রাজ্যে আমরা একই উপাদানে গঠিত একই পৃথিবীতে একই আকাশের নিচে মাটির আঙ্গিনায় একই চন্দ্র সূর্যের আলোয় আমরা বাঁচি। সুখ-দুঃখ আনন্দ প্রতি একইরকম যেখানে ধর্মে-ধর্মে একত্রে সমাজের বিরুদ্ধে জ্ঞানীগুণী ব্যক্তি চিরকাল রুখে দাঁড়িয়েছেন। তারা নানাভাবে শুনিয়েছেন মহামিলনের বাণী ও অসাম্যের অবসান ঘটিয়ে মানুষের মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছেন। তাই কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আদম দাউদ ইব্রাহিম মোহাম্মদ মধ্যযুগের কবি বলেছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই । মানুষের কথা বলেছেন মার্টিন লুথার কিং। বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে প্রাণ দিয়েছেন। এছাড়া আরো আমাদের দেশে মানবতার জয়গান গাওয়া হয়। আজও আমাদের দেশে মানবতার জয়গান গাওয়া হয়।