জেড পাথরের মূল্য বুঝতে হলে প্রথমে, জেড পাথর কি এটা বুঝতে হবে। জেড পাথর হল একটি পাললিক শিলা। যেকোনো শিলা অনেক গুলো খনিজ পদার্থের সমন্বয়য়ে তৈরি। প্রথমেই পাথরের শর্বাণী বিভাগ দেখেনেয়ে যাক।
A rock (পাথর) is a solid and naturally occurring material that is composed of minerals.
Rocks are mainly 3 classes
1. Sedimentary Rocks
2. Metamorphic Rocks
3. Igneous Rocks
পাললিল/Sedimentary Rocks;
a) Limestone
b) Shale
c) Mud stone
d) Silt Stone
f) Sandstone, etc
রূপান্তরিত/Metamorphic Rocks are classified
a) Slate
b) Schist
c) Gneiss
d) Marble
f) Quartzite, etc.
আগ্নেয়/Igneous Rocks are Classified as;
a) Granite
b) Basalt
c) Gabro
d) Kimberlite
f) Andesite, etc
খনিজ/Minerals;
Minerals are a naturally occurring Chemical compound of a crystalline form, it has a definite chemical composition and specific characteristics to differentiate from other minerals. Whereas rocks are an aggregate of minerals without any specific chemical compositions.
Minerals are of chemical origin not from biological sources. Like, Calcite is an example of minerals. Limestone is a rock composed of calcite, dolomite, etc.
জেড পাথর মূলত মেয়েদের প্রসাধনী হিসাবে রূপ চর্চার জন্য ব্যবহার করা হয়। এটা প্রকৃতিতে তৈরি নেফ্রাইট ও জাডেইট নামে দুইটা খনিজ দিয়ে তৈরি। জেড পাথর প্রাচীন কাল থেকেই প্রসাধনী হিসাবে ব্যবহার হয়ে আসছে।
ব্যবহারঃ
এটা গহনা হিসাবে ব্যবহার করা হয়। এত উজ্জ্বল সবুজ রং গহনাতে বিভিন্ন ভাবে ব্যবহার হয়। তবে রূপ চর্চায় এর জুড়ি নাই বিশেষ করে মুখের ক্লান্তির ছাপ কমাতে অথবা মুখমণ্ডলের ত্বকের নিচে ফোলা ফোলা ভাব কমাতে বিশেষ কার্যকার।