Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

নির্বাক মিত্র অপেক্ষা স্পষ্টভাষী শত্রু অনেক ভালো

নির্বাক মিত্র অপেক্ষা
Spread the love

নির্বাক মিত্র অপেক্ষা স্পষ্টভাষী শত্রু অনেক ভালো

যে ব্যক্তি সত্য প্রকাশ করতে সাহস পায় না সে বন্ধু হলেও প্রকৃত বন্ধু নয়। পক্ষান্তরে যে ব্যক্তি সত্য কথা বলতে দ্বিধাবোধ করেনা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদী সে বন্ধু না হলেও নির্বাক বন্ধু অপেক্ষা অনেক ভালো। 

মিত্রতা দুটি দেহের  মধ্যে অভিন্ন হৃদয়। দৃষ্টিভঙ্গির সমতার মাধ্যমে গড়ে ওঠে। একজন সৎ বন্ধু প্রত্যেকের জীবনে অপরিহার্য। কিন্তু কোন ব্যক্তি যদি তার বন্ধুর বিপদে নির্বাক দর্শকের ভূমিকা পালন করে তাহলে এমন বন্ধু থাকা-না-থাকা সমার্থক। মানুষের জীবনে এক মহৎ গুণ স্পষ্টবাদিতা। স্পষ্টভাষী শত্রু নির্বাক বন্ধুর থেকে হাজার গুন ভালো। আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা বন্ধুর বিপদে বন্ধুর পাশে থেকে কোন প্রকার সাহায্য বা সহানুভূতি প্রকাশ করে না বরং নির্বাক দর্শকের মতো বন্ধুর বিপদ উপভোগ করে। তাদের উদ্দেশ্য ধরি মাছ না ছুঁই পানি। বন্ধু হলেও তাকে পরিত্যাগ করা বাঞ্চনীয়। তারা সযত্নে সকল প্রকার ঝুঁকি এড়িয়ে চলতে চায় অন্যায়কে অন্যায় বলার মতো সৎ সাহস সে ব্যক্তি দের থাকে না। অপরদিকে স্পষ্টবাদী ব্যক্তি সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদে তাঁর সম্মুখে ঘটে যাওয়া অন্যায়কে অন্যায় বলে প্রতিবাদ করতে কুণ্ঠাবোধ করে না। তাই এমন ব্যক্তি শত্রু হলেও নির্বাক বন্ধুর থেকে অনেক ভালো। সে শত্রু হলেও স্পষ্টবাদিতার গুনে বন্ধু। হযরত ওমর বলেছেন যে, যে তোমার দোষ ধরে বন্ধু সেই জন।