Colorgeo.com

Disaster and Earth Science

ফুলের বাগান সবার মনেই আছে

ফুলের বাগান সবার মনেই আছে

ফুলের বাগান সবার মনেই আছে ফুল ফোটাতে সবাই নাহি পারে

সকল মানুষই সব গুণাবলীর অধিকারী কিন্তু প্রত্যেকের বিকাশ ঘটাতে পারে না। প্রকৃতির রাজ্যে ফুল তার স্বীয় গুণাবলী ও বৈশিষ্ট্যের জন্য এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে তাই সৌন্দর্য্যর হিসেবে একান্ত শখ করে মানুষ গড়ে তোলে ফুলের বাগান। বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মন ফুলের বাগানের মত। ফুলের বাগানের বিভিন্ন ফুল যেমন বিভিন্ন ভাবে মানুষকে আনন্দ দান করে থাকে তেমনি মানুষ অপরকে আনন্দ দান করতে পারে। প্রেম প্রীতি ভালোবাসা মায়া-মমতা পরোপকার সহমর্মিতা সহানুভূতি সমবেদনা প্রভৃতি গুণাবলীর অনুশীলনে ও ব্যবহারে গড়ে তুলতে পারে ফুলের বাগান অর্থাৎ সব গুণাবলীর ভান্ডার ফুলের মত সৌরভ ছড়াতে পারে তার কর্ম। আচার-ব্যবহার প্রকৃতিতে বেঁধে নিবে সে বিশ্বসংসার কে কিন্তু অনেক মানুষের প্রতারণায় বিভোর হয়ে নিজ নিজ ক্ষমতায় এগুলি ভুলে যায়। পশুর মতো জীবন যাপন করে। তাই তাদের পক্ষে মনের সুকুমারবৃত্তি গুলোকে পরিস্ফুটিত করে মনে ফুলের বাগান সৃষ্টি করা অর্থাৎ মহান ও উদার হওয়া সম্ভব হয়ে ওঠে না। ফুলের বাগান সকলের মধ্যে থাকা সত্ত্বেও সবাই ঐ বাগানে ফুল ফোটাতে পারে না। বহু গুণের অধিকারী হয়েও সেসবের বিকাশ ঘটাতে পারে না। মানুষকে ও সাধনা দিয়ে প্রতিভার প্রতিফলন ঘটাতে হয় কিন্তু সকল মানুষই ও প্রতিভার প্রতিফলন ঘটাতে সক্ষম হয় না। প্রতিটি মানুষের মনের বৃত্তিগুলো যখন বাগানের অসংখ্য ফুলের মত প্রস্ফুটিত হবে তখনই পৃথিবী হয়ে উঠবে সুখে-শান্তিতে ভরা আবাসস্থল।