Colorgeo

Classroom of Money and Wisdom for Earth Science

যারে তুমি নীচে ফেল সে তোমারে বাঁধিবে

রে তুমি নীচে ফেল
Spread the love

যারে তুমি নীচে ফেল সে তোমারে বাঁধিবে যে নীচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে

কাউকে নিচে ফেলে উপরে ওঠার চেষ্টা অথবা কাউকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা কখনোই নিষ্কণ্টক হয়না। কারণ যাকে পেছনে ফেলে পদদলিত করে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হয় পেছন থেকে সেই টেনে ধরে পিছিয়ে আনতে বাধ্য করে। জীবনের সার্থক বিকাশ ও পরিপূর্ণ সফলতার জন্য সকলের সাথে সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা চালানো মনুষ্যত্বের পরিচায়ক। কারণ পারস্পরিক বোঝাপড়া সহযোগিতা ও বিশ্বাসী মানুষের সামগ্রিক উন্নয়নের চাবিকাঠি এর মধ্যেই সমাজ ও ব্যক্তির কল্যাণ নিহিত। কিন্তু আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা অন্যের অনিষ্ট করে নিজের সুখের ঠিকানা করতে চাই।  উন্নতির স্বর্ণালী স্মৃতি আরোহণের স্বপ্নে বিভোর হয়ে এরা অন্যের ক্ষতি করতেও পিছপা হয় না। কিন্তু পরিণামে এরা নিজেরাই ক্ষতির মধ্যে পতিত হয় তাই কবি বলেছেন পরের অনিষ্ট চিন্তা করে যেই জন নিজের অনিষ্ট বীজ করে সে বপন। মূলত মানুষের স্বার্থবুদ্ধি প্রাধান্য পেলে তার পরিণতি শুভ হয় না অপরকে ক্ষতিগ্রস্থ করে নিজের লাভবান হওয়ার চেষ্টা মানুষকে প্রশ্নবিদ্ধ করে কারণ নিজের স্বার্থকে বড় করে দেখে তারা মত নয়। বরং সংকীর্ণমনা আর মানুষের প্রতিটি বিশ্বমানবতার অকল্যাণ বই অন্যকিছু আনয়ন করে না। এভরি একশন দেয়ার ইজ ইকুয়াল এন্ড অপজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। অন্যের ক্ষতি করা হয় তার সমপরিমাণ ক্ষতি নিজের হতে পারে তাই অন্যের ক্ষতি করার চিন্তা পরিবর্তে পরোপকারে আত্মনিয়োগ করাই উত্তম।