Colorgeo

Classroom of Money and Wisdom for Earth Science

Spread the love

রাতে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা সূর্য নাহি ফিরে শুধু ব্যর্থ হয় তারা

বিগত সুখস্মৃতির কথা ভেবে ভেবে বর্তমানকে ভারাক্রান্ত করার কোন মানে হয় না। বরং অতীত ভুলে বর্তমানকে কাজে লাগানোই উত্তম। সৃষ্টির চিরায়ত নিয়মে দিনের পরে রাত আসে, আসে সুখের পর দুঃখ। সে বৈশিষ্ট্যে সমুজ্জ্বল দিনরাত সুখ-দুঃখের পরস্পরবিরোধী নিজস্ব সত্ত্বা রয়েছে। তার বহিঃপ্রকাশ ঘটে মানব জীবনে। মানবজীবন নিরবচ্ছিন্ন সুখের নয়। তাই শুধু সুখ সুখ করে কেঁদে লাভ নেই। দুঃখের মহিমায় মহিমান্বিত হতে পারলে প্রকৃত সুখী হওয়া সম্ভব। রাতে যদি দিনের সূর্যের আলোর প্রত্যাশা করা হয় তাহলে আশা ভঙ্গের বেদনায় বড় হয়ে দেখা দেয়। পাশাপাশি রাতের আকাশের যে অনির্বচনীয় নক্ষত্রের দুটি শুক্লপক্ষের আলোর স্রোত সবই অর্থহীন হয়ে দাঁড়ায়। অর্থপ্রাপ্তির অনুশোচনা অপ্রাপ্তি ও হারিয়ে নিঃস্ব হতে হয়। তাই অতীতের সুখস্বপ্নে বিভোর না থেকে বর্তমানকে মেনে নেয়াই উত্তম। অতীতের আলোকে বর্তমানকে গড়ে নিতে পারলে অতীত বরং অনুশোচনায় কারণ না হয়ে অনুপ্রেরণার উৎস হতে পারে। বর্তমানে দাঁড়িয়ে অতীতকে নিয়ে আক্ষেপ করলে মানুষ শুধু দুঃখ পেতে হয়। অতীত কখনো ফিরে আসেনা অতীতের স্মৃতি কে হতাশার পরিবর্তে অনুপ্রেরণার উৎস করে বর্তমানকে উপভোগ করাই উত্তম।