Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

Spread the love

লোভে পাপ পাপে মৃত্যু

লোভ মানুষকে পাপ কাজে নিয়োজিত করে এবং পাপের পরিণতি হিসেবে আরে মানুষের মরণ নিজের ভোগের জন্য।কোনো কিছু লাভ করার দুর্দমনীয় বাসনাই লোভ। লোভ মানব জীবনের পরিপুর্ন পাপের আধার বলা যেতে পারে কেননা লোভ মানুষকে পাপ কাজে নিয়োজিত করে। মানব জীবনের লোভের পরিণাম হিসেবে আসে পাপ সেই পাপ এর পরিণতি হিসেবে আসে মানুষের ধ্বংস। মানুষকে কোথায় নিয়ে যায় ইতিহাসে তার অজস্র প্রমাণ রয়েছে লোমহর্ষক কাণ্ডগুলো পৃথিবীতে নরকে পরিণত করে তাদের মূলেও রয়েছে লোভ। মনে রাখুন লোভ-লালসা বড় করে দেখা দেয় তখন তারা হিতাহিত জ্ঞান থাকেনা। লক্ষ্য চরিতার্থ করার জন্য মানুষ তখন যেকোন অসদুপায় অবলম্বন করতে প্ররোচিত হয়ে পাপের এই পরিনাম এর জন্য ঘনিয়ে আসে মৃত্যু। পাপের সমুদ্রে অবগাহন করে মৃত্যুর দিকে ঠেলে দেয় তাই লোভ-লালসা কে পরিহার করে চলা উচিত।