Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

Spread the love

স্বদেশের উপকারে নাই যার মন কে বলে মানুষ তারে পশু সেই জন

স্বদেশ প্রেম মানুষের একটি উন্নত আলস্য যার মধ্যে স্বদেশপ্রীতি নেই সে মানুষ হয়েও পশুর চেয়েও নিকৃষ্ট। স্বদেশ প্রেম জীবনের এক মহান বৈশিষ্ট্য স্বদেশপ্রেমের এই বৈশিষ্ট্য যার মধ্যে থাকে না তাকে প্রকৃত মানুষ গণ্য করা যায় না। দেশপ্রেমের মাধ্যমে মানুষের যথার্থ পরিচয় মিলে জন্মভূমি স্বর্গ থেকেও স্রেষ্ঠ পবিত্র গ্রন্থে উল্লেখ রয়েছে জন্মভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ যারা দেশকে ভালবাসে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখে প্রকৃতপক্ষে তারাই মানুষ নামের যোগ্য। জগতের মহামানব এরা প্রত্যেকেই স্বদেশের উপকারে নিবেদিতপ্রাণ বীরপুরুষেরা দেশের জন্য প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করে না তারা দেশের জন্য অকাতরে নিজের জীবন উৎসর্গ করে গেছেন এইরূপ ইচ্ছে যে ব্যক্তির নেই মানুষ নামের অযোগ্য নিজের মাতৃভূমিকে যে ভালবাসেনা স্বদেশের জন্য যার কোনো অবদান নেই মানুষ নামের জীব হয়েও সে বিবেক বুদ্ধিহীন পশুর সমতুল্য। দেশমাতৃকার কল্যাণে তিনি আত্ম উৎসর্গ করেন তিনি প্রকৃত মানুষ অন্তরের ভালোবাসা যার মন নেই সে পশুতুল্য