Colorgeo

Classroom of Money and Wisdom for Earth Science

স্বার্থপরতা মানব জীবনের উন্নতির

স্বার্থপরতা মানব জীবনের
Spread the love

স্বার্থপরতা মানব জীবনের উন্নতির পথে অন্যতম প্রতিবন্ধক

নিজ স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত থাকায় শান্তি নেই। বরং পরার্থপরতা উন্নতির পথে অন্যতম বান্ধব। মানুষ আশরাফুল মাখলুকাত। জীবন চলার পথের সকল ক্ষেত্রেই উন্নতি প্রত্যাশী। অধ্যবসায় সত্যবাদিতা পরার্থপরতা প্রভৃতি চরিত্রের সুকুমারবৃত্তি গুলো উন্নতির অন্যতম হাতিয়ার। আরও উন্নতির পথে অন্তরায় গুলোর মধ্যে অমিতাচার আত্ম অহংকার বিলাস বিহার সর্বোপরি স্বার্থপরতা অন্যতম। কিন্তু এগুলোকে যারা সুখের উপকরণ মনে করে উন্নতির আশা করে তারা নিজেরাই অবনতির অতল গহীনে পতিত হয়। কেননা মানুষ শুধু ভোগবিলাস স্বার্থের জন্যই জন্ম গ্রহণ করেনি পরের কল্যাণে জীবনকে উৎসর্গ করার মধ্যেই জীবনের চরম সার্থক কতা। জগতের সাধু ও মহৎ ব্যক্তি করেন তারা নিজের স্বার্থ বিসর্জন দিয়ে পরের হিতসাধন ব্যাপৃত থাকেন। এছাড়া স্বার্থপর মনে করে সমস্ত জগতটা তাঁর এক আরো উপভোগ্য সকলকে বঞ্চিত করে বড় হতে চায় অহিংসা জীবনকে কলুষিত করে পক্ষান্তরে ব্যক্তিস্বার্থ পরিহারের মাধ্যমে মানুষের জীবন সুন্দর ও সার্থক হয়ে ওঠে উচ্চারণ করতে পারে আত্ম সুখ।