অস্ট্রেলিয়া ফুল ফান্ডেড আন্তর্জাতিক (বাংলাদেশ) Scholarship 2023
বর্তমানে পড়াশোনার খরচ বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী উচ্চশিক্ষায় একটি দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যদি পূর্ণ অর্থায়নে Scholarship পাওয়া যায় সেক্ষেত্রে হবে একটি চা/ কফির মূল্যের সমতুল্য। অস্ট্রেলিয়া সরকার এই সুযোগ সৃষ্টি করেছেন উন্নয়নশীল দেশের উদীয়মান তরুণ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ তৈরির জন্য।
এই স্কলারশিপ উন্নয়নশীল দেশের ছাত্র-ছাত্রীদের জন্য আন্ডারগ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট কোর্স সম্পন্ন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি তে অথবা কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট পড়াশোনার জন্য প্রযোজ্য। এই স্কলারশিপ এর উদ্দেশ্য হল উন্নয়নশীল দেশের উন্নয়নের স্বার্থে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করা।
যোগ্যতা শর্ত
- প্রার্থীকে অবশ্যই কমপক্ষে 18 বছর বয়স হতে হবে ফেব্রুয়ারির ১ তারিখ ২০২০।
- প্রার্থীকে অবশ্যই ওয়েবসাইটে বর্ণিত দেশের নাগরিক হতে হবে এবং সে দেশে বসবাস করতে হবে এবং সে দেশ থেকেই দরখাস্ত করতে হবে।
- প্রার্থীকে অবশ্যই অস্ট্রেলিয়ার নাগরিক নন অথবা কোন নাগরিকত্ব রয়েছে অথবা নাগরিকত্ব ভিসার জন্য দরখাস্ত করেছেন এমন প্রার্থী দরখাস্ত গ্রহণযোগ্য নয়।
- বৈবাহিক সূত্রে অথবা বাগদত্তা অথবা যেকোনো সম্পর্কে প্রার্থী যদি কোন অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ডের নাগরিকত্ব বিশিষ্ট অথবা পার্মানেন্ট নাগরিকত্ব রয়েছে এমন কারো সাথে বৈবাহিক সম্পর্কিত থাকে এসব প্রার্থীর দরখাস্ত গ্রহণযোগ্য নয়।
- কুক আইল্যান্ড নিউ এন্ড তকেলাও সহ নিউজিল্যান্ডের নাগরিকত্ব রয়েছে এমন প্রার্থী দরখাস্ত করতে পারবে শুধুমাত্র স্টুডেন্ট ভিসাতে।
- প্রার্থীকে অবশ্যই প্রতিষ্ঠান কর্তৃক ভর্তির যাবতীয় শর্ত মেনে ভর্তির জন্য আবেদন করতে হবে।
- প্রার্থীকে অবশ্যই নিজ নিজ বিভাগ কর্তৃক আরোপিত শর্ত মেনে স্টুডেন্ট ভিসার জন্য হতে হবে।
মনোনীত দেশ
বাংলাদেশ সহ অন্যান্য দেশ
প্রোগ্রাম
- আন্ডারগ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম
- পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম।
Scholarship প্রোগ্রাম কর্তৃক আরোপিত সুযোগ-সুবিধা
- পূর্ণ টিউশন ফি মওকুফ
- ব্যক্তিগত একটি ফিরতি বিমান টিকেট (ইকোনমি ক্লাস)।
- স্থাপনা অ্যালাউন্স এরমধ্যে হাউসিং এক্সপেন্স বইপত্র পড়াশোনার সামগ্রী।
- লিভিং এক্সপেন্সেস এর জন্য খরচ খরচাদি এটা প্রতি দুই সপ্তাহে একবার করে প্রদান করা হবে ডিপার্টমেন্ট কর্তৃক মনোনীত নির্ধারিত হারে।
- ইন্ট্রোডাকশন একাডেমিক প্রোগ্রামের অংশগ্রহণের সুযোগ যা কিনা একাডেমিক পড়াশোনার শুরুতে অস্ট্রেলিয়ায় বসবাস পড়াশোনার পরিবেশ সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য প্রোগ্রাম মনোনীত প্রোগ্রাম।
- মেডিকেল ইন্সুরেন্স
- ফিল্ড ওয়ার্ক
- একাডেমিক সহায়তা
ইংরেজি দক্ষতা সার্টিফিকেট
- আইইএলটিএস সার্টিফিকেট অনধিক দুই বছরের মধ্যে অর্জিত ব্যান্ড ৬.৫
- টোফেল স্কোর কমপক্ষে ৫৮০ (লিখিত)
- ন্যূনতম ৯২ অর্জিত রেকর্ড ইন্টারনেটভিত্তিক টোফেল পরীক্ষা
দরখাস্ত করার নিয়মাবলী
- প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। আবেদন করুন
- প্রার্থীকে অবশ্যই এই লিংকে প্রবেশ করে রেজিস্টার করে নিতে হবে।
- প্রার্থীকে অবশ্যই মেয়াদের পূর্বেই অনলাইনে আবেদন করার জন্য জোর অনুরোধ করা হচ্ছে।
প্রয়োজনীয় কাগজপত্র
অবশ্যই নিম্নোক্ত ডকুমেন্টগুলো জমা দিতে হবে।
- স্টেটমেন্ট অফ পারপাস ও অবজেক্টিভ।
- অফিশিয়াল টেস্ট স্কোর
- তিনটি রেফারেন্স পত্র
- রিজুমে অথবা কারিকুলাম ভিটা
- সকল নম্বরপত্র মার্কশিট স্ক্যান কপি
Scholarship দরখাস্তের সময়সীমাঃ আবেদনের সময়সীমা দেশ ভিত্তিক ভিন্ন ভিন্ন ।
More Stories
শরিফার গল্প বাদঃ কি শিক্ষা পেলাম
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪