আমায় ফুলেরা বলল
শিল্পী :SD Rubel
কাভার:রমন কুমার বিশ্বাস
===========
আমায় ফুলেরা বলল
আমি যেন বাগানে না নিয়ে যাই তোমায়
তোমার রূপ দেখে
বাগানের ফুল
লুটিয়ে পড়ে নাকি ফুলের গালিচায়
লজ্জায়
১। পাখিদের একই অনুরোধ
প্রেয়সী আমার যেন নাবলে কথা
কথা বললে নাকি সুরে ও সুরে হয়ে ওঠে গান
একই গান একই সুরে তোমাতে আমাতে কি করে জল্মায়
২। চাঁদের ও একই অভিমান প্রেয়সী আমার যেন না যায় উঠনে
উঠনে গেলে নাকি নেয়া হয় চাঁদের ও সনে
চরম প্রতিশোধ
একই চাঁদ একই সনে তোমাতে আমাতে কি করে ঝল্মায়