ইকো ট্যুরিজম লাইভ প্রোগ্রাম
আমাদের সাথে এবারের লাইভে রয়েছেন তিনজন গুনী ব্যক্তিত্ব।
তারিখ ১৩/০৬/২০২১, রাত ৮.৩০ মিনিট।
Six Seasons Travelers (SST) এর অফিসিয়াল পেইজে লাইভ টি অনুষ্ঠিত হবে।
আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে থাকবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. আহমেদ পারভেজ স্যার।
বিশেষ অতিথি হিসেবে থাকবেনঃ
মোঃ শামসুজ্জোহা স্যার (Md Shamsuzzoha) , সহযোগী অধ্যাপক (শিক্ষা ছুটি), ইমার্জেন্সী ম্যানেজমেন্ট বিভাগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
এবং
ড. রমন কুমার বিশ্বাস স্যার (Raman Biswas )
সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান
ডিজাস্টার রেজিলিয়েন্সি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আমাদের প্রোগ্রামে থাকার সদয় সম্মতি জ্ঞাপন করায় আমরা আমাদের প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়দের কাছে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অতিথিবৃন্দ ইকো-ট্যুরিজম এর উপর আলোচনা করবেন, জাপানে তাদের বিভিন্ন ভ্রমন অভিজ্ঞতা শেয়ার করবেন ও আমাদের জন্য জাপানে ট্যুরের সম্ভাবনা নিয়ে কথা বলবেন৷
এ ছাড়াও Six Seasons Travelers ও এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবেন সিক্স সিজনস ট্রাভেলার্স এর সহ-প্রতিষ্ঠাতা মোঃ ফুয়াদ হাসান (Md Fuad Hasan)।
গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামটি সঞ্চালনা করবেন আমাদের সবার প্রিয় ইসরাত জাহান বুশরা (Israt Jahan Bushra)
জিজ্ঞাসা
- ট্যুরিস্টদের কিভাবে ইকো-ট্যুরিজম এর ব্যাপারে উদ্ভুদ্ধ করা যায়?
- জাপানে বাংলাদেশী ট্যুরিস্টদের আনাগোনা কেমন ও বাংলাদেশী স্টুডেন্টদের ট্যুরে কোন অতিরিক্ত সুবিধা আছে কি না?
- ইকো-ট্যুরিজম বাস্তবায়নে কাদের বেশি ভূমিকা পালন করা উচিৎ? আপনার মতামত যদি বলতেন।
- আপনার শ্রেষ্ঠ ভ্রমন অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতেন?
- আমাদের একজন অভিভাবক হিসেবে সিক্স সিজনস ট্রাভেলার্স এর জন্য আপনার কি পরামর্শ থাকবে.?
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত