Colorgeo.com

Disaster and Earth Science

উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে

উত্তম নিশ্চিন্তে চলে

উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে তিনিই মধ্যম যিনি চলেন তফাতে

উত্তম ব্যক্তি সবার সাথে চলতে পারে বা চলে থাকে কিন্তু মধ্যম ব্যক্তি সবার সাথে চলতে পারে না।  এ জগতে উত্তম-মধ্যম এবং অধম-এর তিন ধরনের মানুষ রয়েছে যারা প্রকৃত মহত্ব তারা সমগ্র জীবন ধরে আপামর জনসাধারণের কল্যাণেই নিজেদের সমস্ত শক্তি কর্ম চিন্তা নিয়োজিত করেন। তারা সকল শ্রেণীর লোকের সাথে মিশেন বন্ধুদের সাথে মিশতে অনুরূপ সংশয়বাদ কুণ্ঠাবোধ করেন না উত্তম যারা তারা আত্মশক্তিতে বলীয়ান চরিত্র মহিমায় দেদীপ্যমান আমরা নিজেদের ক্ষতি ও পতন সম্বন্ধে আশঙ্কিত তাদের ভয় বিপদের সম্ভাবনা মন্দিরা তাদেরও করবে। তাই  দূরত্ব রেখে তারা চলতে চেষ্টা করে উত্তম সত্তিকারের জননেতা এবং নতুনের বার্তাবাহী তাদের চরিত্র মাধুর্যে। যেমন মহানবীর সংস্পর্শে এসে আইয়ামে জাহেলিয়া যুগের শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল। অপরদিকে মধ্যমের বিচারে অধম এবং অপাংক্তেয় তোমাদের নিকট থেকে এমন একটা ব্যবধান রচনা করে আত্মরক্ষার্থে সচেতন থাকে উক্ত ব্যক্তি উদার মনের অধিকারী বিদায় সবার সাথে মিশতে পারে কিন্তু মধ্যে সংকীর্ণ মনের অধিকারী বলে অধমের সাথে মিশতে ব্যর্থ।