Online Job for Students in Bangladesh: অর্থ উপার্জন
আমরা বর্তমান এই আধুনিক ডিজিটাল যুগে প্রত্যেকেই কিছু না কিছু উপায়ে অর্থ উপার্জন করতে চাই। এটা হতে পারে গৃহিণী কেউ হতে পারে ছাত্র-ছাত্রী হতে পারে বয়স্ক হতে পারে শিশু। সবাই কিছু না কিছু অর্থ উপার্জনের পথ খুঁজছে। এই অর্থ উপার্জনের চিন্তাটা মাথায় আসছে কয়েকটি কারণে সেটা হলো সোশ্যাল মিডিয়াতে অর্থ উপার্জনের পথ সৃষ্টি হওয়া।
আবার ইউটিউবে ব্যক্তিগত অভিজ্ঞতা অথবা নিজের যোগ্যতা প্রদর্শন মূলক ভিডিও প্রকাশ করা যেমন গান গাওয়া কবিতা আবৃতি এমনই হাজারো রকমের ভিডিও প্রকাশ করা যায় স্ব স্ব ব্যক্তিগত যোগ্যতা অনুসারে। হতে পারে শিক্ষামূলক ভিডিও।
যদি আপনার থাকে কোন নির্দিষ্ট যোগ্যতা সেই বিষয় নিয়েও মানুষ ভিডিও প্রকাশ করতে চায় সারা পৃথিবীকে জানাতে চায় এভাবে আমরা আমাদের যোগ্যতার ভিত্তিতে ভিডিও প্রকাশ করতে পারি এবং আমরা অনেকেই সফল হচ্ছি এবং অন্য কেউ এইভাবে অর্থ উপার্জনের জন্য উৎসাহ প্রদান করছি। এ যেন সত্যিই এক নতুন পৃথিবী ।
এখন কোন যোগ্যতা কে ছোট করে দেখা হয় না। যেকোন সুপ্ত প্রতিভা বিকাশের জন্য এখন রয়েছে বিভিন্ন মাধ্যম, এই উৎসাহে অনেকেই অতি উৎসাহী। এখানে কম যোগ্যতা সম্পন্ন অনেকেই এসে পড়ে এই অর্থ উপার্জনের যুদ্ধক্ষেত্রে। তবে সফলতা পাওয়ার হার তাদের ক্ষেত্রে একটু কম কারণ এখানে রয়েছে বিরাট প্রতিযোগিতা।।
আপনার যদি কোন সুনির্দিষ্ট যোগ্যতা অথবা দক্ষতা থেকে থাকে আপনি নিশ্চয়ই শুরু করতে পারেন। এই শুরুর প্রক্রিয়ায় আমরা অনেক সময় এই বিষয়টাকে খুব হালকা ভাবে দেখি যেমন যেন তেমন একটা ভিডিও প্রকাশ করলেই যেন হয়ে গেল । আসলে বিষয়টা এতটা সহজ নয়।
এখানেও বিচার করা হয় সূক্ষ্মভাবে, প্রতিটি দৃষ্টিকোণ থেকেই । আপনার প্রকাশিত ভিডিও বা কর্ম কে বিচার করা হয় সূক্ষ্ম ভাবে। টেকনোলজির ব্যবহার, কথা বলার স্টাইল আপনার পোশাক, আপনার কনটেন্টের বিষয়বস্তু এই সব কিছুই এখানে বিচার করা হয়। তাই আপনারা যারা অর্থ উপার্জনের অন্য একটি পথ খুঁজে পেতে চান অবশ্যই এই বর্তমান যুগের ডিজিটাল ওয়ার্ল্ড এ আপনাকে স্বাগতম।
আজকে আমি জানাবো কি কি উপায়ে আপনি অর্থ উপার্জনের পথ উন্মুক্ত করতে পারেনঃ
Online Job for Students in Bangladesh: অর্থ উপার্জনের ধাপগুলো
- যে কোন যোগ্যতার জন্য ভিডিও ধারণ করুন এবং সুন্দরভাবে উপস্থাপন করুন অবশ্যই সমস্ত দৃষ্টিকোণ থেকে সেরা ভাবে উপস্থাপন করুন।
- নিয়মিত ভিডিও ধারণ করুন এবং সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউবে প্রকাশ করুন।
- যেকোনো একটি বিষয় নিয়ে কাজে লেগে পড়ুন।
- একটা বিষয়ে আপনাকে সব সময় মাথায় রাখতে হবে সেটা হল সফলতা একদিনে আসে না এর জন্য আপনাকে অনেক শ্রম দিতে হবে চেষ্টা করে যেতে হবে এবং একটা সময়ে আপনি সফলতা পাবেনই পাবেন। মনে রাখবেন পৃথিবীর কোন কর্মই বৃথা যায় না।
স্টিভ জবস যখন তার ছাত্র জীবনে পড়াশোনার খরচ মেটাতে না পেরে বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হয়েছিলেন এর পরের বছরে উনি কি করবেন সেটা খুঁজে পাচ্ছেন না তখন অবসরে একটি কোর্স করেন বিশ্ববিদ্যালয়ের একটি প্রোগ্রাম থেকে, সেটা হল ক্যালিগ্রাফি। এই ক্যালিগ্রাফির যোগ্যতা ও দক্ষতা তাকে সাহায্য করেছিল পরবর্তী জীবনে।
জবস যখন অ্যাপলের মতো ব্রান্ড তৈরি করেন তখন বিশ্ববিদ্যালয়ের জীবনের ওই ক্যালিগ্রাফি কোর্স থেকে তিনি অ্যাপেলের প্রোডাক্ট গুলোর ডিজাইন করার ক্ষেত্রে ব্যবহার করেছিলেন। একবার ভাবুন তো কত বছর আগের একটি কোর্স জবসের জীবনে কিভাবে সাহায্য করেছিল?
তাই আপনি আপনার কাজগুলোকে আপনার যেকোনো উদ্যোগ আপনার পরবর্তী জীবনে সাহায্য করবে। কোন কাজই বৃথা যাবে না। তাই লেগে পড়ুন নিষ্ঠার সাথে। কাজ করুন সফলতা আপনার আসবেই আসবে।
আমরা ব্যক্তিগত জীবনে অনেকগুলো বিষয় নিয়ে চিন্তা করি কিন্তু আপনার একটি নির্দিষ্ট বিষয় রয়েছে যাতে আমার আপনার শতভাগ মননিবেশ করতে পারেন। এটাকে বলা হয় আবেগ তাড়িত পছন্দের কাজ। আপনি কি আপনার আবেগ তাড়িত পছন্দের একটি নির্দিষ্ট কাজকে খুঁজে পেয়েছেন?
যদি আপনি এখনো খুঁজে না পান তবে আপনাকে এখনই খুঁজে বের করতে হবে। কারণ বর্তমান পৃথিবীতে “জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান” হয়ে থাকার সুযোগ নাই।
আপনাকে যেকোনো একটি বিষয় পারদর্শী হতে হবে। একটি নির্দিষ্ট পছন্দের কাজ খুঁজে পাওয়ার জন্য যেটা করতে পারেন সেটা হলো, আপনার সমস্ত পছন্দের কাজগুলোকে খাতায় লিখুন। এরপরে একটি একটি করে ভাবুন কোন কাজটি আপনার সব থেকে বেশি আবেগ তাড়িত পছন্দের কাজ, সেটা আপনি নির্বাচন করে আপনার বাকি সমস্ত কাজগুলোকে কম গুরুত্বপূর্ণ রেখে কাজ শুরু করুন।
বর্তমান এই যুগে এসে মাইক্রো লেভেলে কাজ করতে হবে কারণ যে কোন একটি নির্দিষ্ট বিষয়ে আপনাকে এক্সপার্ট হতে হবে। তবে একটা বিষয়, প্রাথমিকভাবে যদি ও আপনার বেশি দক্ষতা ও অভিজ্ঞতা থাকবে না কিন্তু যখন আপনি কাজটি করতে থাকবেন ধীরে ধীরে আপনার যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। তখন আপনি ওই নির্দিষ্ট কাজে সফল হবেন। তাই অনলাইনে অর্থ উপার্জনের প্রাথমিক উপায় হিসেবে আপনাকে অবশ্যই নির্দিষ্ট পছন্দের কাজ খুঁজে নিন।
আপনি সফল হবেন।
ধন্যবাদ
আপনি কি ঘরে বসে আমাদের সাথে কাজ করতে আগ্রহী?
জবঃ Online Job for Students in Bangladesh (SEO Based Content Writting)
তাহলে আজই যোগাযোগ করুন। আপনার CV পাঠান। আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ
ইমেইলঃ rkb07_jh@yahoo.com
অথবা
লিঙ্কঃ
5 simple ways to make money online
How to make money online in Bangladesh
Earn money by liking tiktok videos USD 450
More Stories
Customized vector map america Download
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪
How to write a Cover Letter