Colorgeo

Classroom for Geology and Disaster

এমন মানব জমিন রইল পতিত

এমন মানব জমিন রইল পতিত
Spread the love

এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফলতো সোনা

আশরাফুল মাখলুকাত মানুষ তার স্বল্পায়ু জীবন মহান স্রষ্টা নির্দেশিত পথে পরিচালিত করে জীবন ও জগতের তরে সোনার চেয়ে দামি কর্মফল ফলাতে পারে। মাটির বৈশিষ্ট্য হলো যথাযথ আবাদ করে তাতে বিভিন্ন ফসল ফলানো যায় কিন্তু বিভিন্ন উদ্ভিদ জন্মে এরপর অনাদি রাখলে পর্যায়ক্রমে তাতে বড় হয় বৃক্ষের জন্ম হয় বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর আগমন ঘটে এমন কি একসময় হিংস্র বন্যপ্রাণীর আগমনে মাটির আশপাশ দিয়ে চলাচল বিপদজনক হয়ে ওঠে। অথচ এই মাটিতেই যথাসময়ে আবাদ করলে মূল্যবান ফসল ফলানো যেত। তদ্রুপ আমাদের মানবজমিন অথচ অনেকেই আলস্যের দিন কাটিয়ে অবহেলায় মূল্যবান মানবজমিন ধ্বংস করে কোন ফসল না ফলে। এদের প্রার্থী ও পারোলৌকিক জীবনী ব্যর্থতায় পর্যবসিত হয়। দৃশ্যমান বস্তুজগতে মানুষ একমাত্র প্রাণী যে তার চিন্তাশক্তির যথার্থ ব্যবহার করে দুটো হাত কে কাজে লাগিয়ে বিশ্বের বর্তমান অনাগত মানুষের কল্যাণে মূল্যবান কিছু করে যেতে পারে। বিজ্ঞানী আইনস্টাইন, নিউটন, নজরুল প্রমূখ ব্যাক্তিবর্গ মানব কল্যাণে তাদের মূল্যবান কর্মের কারণে । জীবন একটাই এতে একাধিক ফসল ফলানো যায়। তাই জগৎ ও জীবনের প্রয়োজনে সঠিক সময়ে সঠিক কাজ করার মাধ্যমে ফুলে ফুলে ভরে তুলতে হবে জীবনের ডালি ।