কে এই বিষ্ণুপ্রিয়া
পঞ্চতত্ত্বের ব্যাখ্যা সাধারণত পঞ্চতত্ত্বের যে চিত্রপট আমরা দেখিতে পাই তাহার পরিচয় নিম্নে দেয়া হল:
গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে রাধাকৃষ্ণ মিলিত অবতার।নিত্যানন্দ প্রভু কলিযুগে বলরাম অবতার।
জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ
শ্রীজীব গোপাল দাস রঘুনাথ
যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ঠ পূরণ।
ষড় গোস্বামী গণের ব্রজলীলা স্বরূপ
ব্রজলীলা যাহারা গোপী ভাবে শ্রীকৃষ্ণের সেবা করিয়াছিলেন তাহারাই আবার কলিযুগে গোস্বামী রূপে মহাপ্রভুর রূপে পার্ষদ
নরোত্তম ঠাকুর মহাশয় নিত্যানন্দের দ্বিতীয় কলেবর
বিষ্ণুপ্রিয়া কে?
বিষ্ণুপ্রিয়া দেবী নবদ্বীপে সনাতন মিশ্র নামক এক অতি জ্ঞানী এবং শাস্ত্রজ্ঞ পন্ডিত বাস করিতেন তাহার কন্যা আদি নিবাস ছিল মিথিলা।
এভাবে বিষ্ণুপ্রিয়া দেবি মাতা পিতার স্নেহা শীষে
মাতার সাথে প্রত্যহ তিনি গঙ্গাস্নানে যেতেন এবং সেখানে শচী মাতার সাথে তাহার প্রথম সাক্ষাৎ হয় ।শচীমাতার মনে একমাত্র ভাবনা কি করে এই বালিকাটিকে নিজ পুত্র বধু করতে পারা যায় ।