কোথায় পাবেন ফ্রি ফটো HD
ইন্টারনেট এ অনেক ফটো রয়েছে। তবে সব ফটো কিন্তু ফ্রি নয়। আপনাকে কিনতে হবে। যারা ফটো তুলতে বা ভাল ভাল ফটো সংগ্রহে রাখতে চান তাদের জন্য একটা ফ্রি ফটো পাওয়ার সাইট আছে। যেখানে আপনি আপনার ইচ্ছামত খুব ভাল মানের ফটো পাবেন।
যা আপনি ওয়েবসাইট এর ব্লগ এ বা ভিডিও তৈরির কাজে লাগাতে পারবেন। pixabay.com এখানে পাবেন সব ধরনের ভিডিও ক্লিপ বা HD ফটো , Illustrator ফটো। এসব ফটো গুলো কোন না কোন ভাল ফটো গ্রাফ্রার তারা তুলেছে তার পর এখানে upload করে দিয়েছে। এখান থেকে আপনি ইচ্চাকরলে ফটো কিনতে পারবেন।