ফ্রি ফটো

কোথায় পাবেন ফ্রি ফটো HD

Spread the love

কোথায় পাবেন ফ্রি ফটো HD

ইন্টারনেট এ অনেক ফটো রয়েছে। তবে সব ফটো কিন্তু ফ্রি নয়। আপনাকে কিনতে হবে। যারা ফটো তুলতে বা ভাল ভাল ফটো সংগ্রহে রাখতে চান তাদের জন্য একটা ফ্রি ফটো পাওয়ার সাইট আছে। যেখানে আপনি আপনার ইচ্ছামত খুব ভাল মানের ফটো পাবেন।

যা আপনি ওয়েবসাইট এর ব্লগ এ বা ভিডিও তৈরির কাজে লাগাতে পারবেন। pixabay.com এখানে পাবেন সব ধরনের ভিডিও ক্লিপ বা HD ফটো , Illustrator ফটো। এসব ফটো গুলো কোন না কোন ভাল ফটো গ্রাফ্রার তারা তুলেছে তার পর এখানে upload করে দিয়েছে। এখান থেকে আপনি ইচ্চাকরলে ফটো কিনতে পারবেন।

ফ্রি ফটো
কোথায় পাবেন ফ্রি ফটো HD

ফ্রি ফটো জন্য ওয়েবসাইট

1. StockSnap.io

2. Pexels

3. Unsplash

4. Burst (by Shopify)

5. Reshot

7. FoodiesFeed

8. Gratisography

9. Freestocks.org

10. Picography

11. Foca

12. Picjumbo

13. Kaboom Pics

14. SkitterPhoto

15. Life of Pix

16. Little Visuals

17. New Old Stock

18. Jay Mantri

19. Picspree

20. ISO Republic

21. StyledStock

22. Wikimedia.com

23. Google Art and Culture

Author: Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *