দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি
সত্য সূর্যের আলোর মত প্রকাশ পায়। সত্য মানব জীবনের পরম আরাধ্য বিষয় কিন্তু এর নাগাল পাওয়া সহজ নয়। সত্য অনুসন্ধানের জন্য প্রয়োজন গভীর অন্তর্দৃষ্টি ও কঠোর সাধনা কেননা অগণিত ভুল আর মিথ্যে সত্য চাপা পড়ে থাকে সত্যকে উপলব্ধি করতে হলে অন্তরকে কলুষমুক্ত করে সত্যকে সহজভাবে গ্রহণ করতে হবে । ঘরের ভেতর সূর্যের আলো প্রবেশ করতে পারে না তদ্রুপ আমরা যদি আমাদের মনের দরজা খুলে না রাখি তাহলে জ্ঞানের আলো অন্তরে প্রবেশ করতে পারবে না। আমরা সত্যকে ভুলে অসত্যের সাধনায় নিজেদের উৎসর্গ করছি আমাদের অধঃপতন তাই সুনিশ্চিত জীবজগতকে সত্যিকারের উপলব্ধির মাধ্যমে আমাদের আত্ম মুক্তি হবে। দৃশ্যমান জগৎ জীবন কে বাদ দিয়ে সত্যের জ্ঞান থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে যোগাসনের দ্বারা সত্যকে উপলব্ধি করা যায় না। ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে যোগাসন সে নয় আমার যা কিছু আনন্দ আছে দৃশ্য গন্ধে গানে তোমার আনন্দ রবে তার মাঝখানে।