পরের অনিষ্ট চিন্তা করে যেই জন নিজের অনিষ্ট বীজ করে সে বপন
আপনার উপকার হবে ভেবে যে জন অপরের উপকারে আত্মনিয়োগ করে পরিণামের নিজেই কষ্ট ভোগ করে। বিশাল এ বিশ্বে বিচিত্র মানুষের কর্মক্ষেত্রের স্বরূপ আলাদা হলেও সকলেরই উদ্দেশ্য মূলত এক আর তা হলো শান্তি পাওয়া। কিন্তু অনেকেই শান্তির প্রতীক বঞ্চিত হয় এর মধ্যে অন্যতম হলো যে অন্যের অনিষ্ট করে নিজের সুখের ঠিকানা করতে চায়। শান্তির স্বর্ণালী স্মৃতি স্বপ্নে বিভোর হয়ে এরা অন্যের ক্ষতি করতেও পিছপা হয় না। কিন্তু পরিণাম এরা নিজেরাই ক্ষতির মধ্যে পতিত হয় তাদের আচরণে শুধু সেই ব্যক্তি ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়। রবি ঠাকুরের ভাষায় যারে তুমি নীচে ফেল সে তোমারে বাঁধিবে যে নীচে পশ্চাতে রেখেছ যারে সে তোমাকে পশ্চাতে টানিছে। কারণ যাকে নিচে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হয় প্রকৃত অর্থে এই এগিয়ে যাওয়া টা নিষ্কণ্টক হয়না কারণ পিছন থেকে টেনে ধরে পিছিয়ে আসতে বাধ্য করে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে অন্যের যেটুকু ক্ষতি করা হয় তার সমপরিমাণ ক্ষতি হতে পারে তাই অন্যের ক্ষতি করার চিন্তা পরিবর্তে উপকার করার আত্মনিয়োগ করায় তম উত্তম।