Colorgeo

Classroom for Geology and Disaster

প্রাচীরের ছিদ্রে এক নাম গোত্রহীন ফুল

প্রাচীরের ছিদ্রে এক নাম
Spread the love

প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন ফুটিয়াছে ফুল অতিশয় দীন ধিক ধিক বলে তার এ কারণে সবাই সূর্য উঠে বলে তারে ভালো আছো ভাই

আমাদের সমাজের নিরীহ গরিবের কোন মর্যাদা নেই। সকলেই তাদেরকে ঘৃণা করে কিন্তু যারা মহত এবং উদার মনের অধিকারী তাদের কাছে ছোট বড় বলে কোন ভেদাভেদ নেই। সকলকেই তারা সম্মান মর্যাদা দিয়ে থাকে। ভাঙ্গা প্রাচীরের গায়ে একটি অখ্যাত ফুল ফুটেছে আকারে ছোট রঙের বাহার নেই গন্ধ নেই শোভা নেই এই ফুলটাকে পরিচয় দিতে নারাজ সৌন্দর্যে ভরা তাকে ধিক্কার দিতে লাগলো। কিন্তু সেই অখ্যাত ফুলকে সূর্য সম্মান জানালো ভাই বলে সম্মোধন করে। তার কৌশল জানতে চাইল কোন ক্ষুদ্রতা তার মাঝে আবদ্ধ নয় বলে সূর্য সামান্য ফুল কেই আপন করে নিতে পারল। আমাদের সমাজে দেখা যায় যাদের ধনমান প্রতিপত্তি আছে তাদেরকে সবাই শ্রদ্ধা করে কিন্তু সাধারন মানুষ সকলেরই ঘৃণার পাত্র হয়ে থাকে। সমাজে এদের কোনো সম্মান নেই বাহ্যিক সৌন্দর্যের সর্বাধিক মূল্য দিয়ে থাকে সমাজে এদের কোনো সম্মান নেই কিন্তু যারা প্রকৃত এবং উদার তাদের মন মানবতার আলোকে আলোকিত তা কাউকে ছোট করে দেখেনা। তাদের চোখে ছোট-বড় বলে কোন ভেদাভেদ নেই উদারতার আলোকে তারা সবাইকে মর্যাদা দিয়ে থাকে সাধারণ লোকেরা ধনী ও প্রভাবশালী লোকদের সম্মান দেয় ও ছোট মানুষকে সম্মান করে না কিন্তু যারা অসাধারণ উদার মনের অধিকারী তারা ধনী-গরীব সবাইকে এক চোখে দেখে।