Colorgeo

Classroom for Geology and Disaster

প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন

প্রাণ থাকলে প্রাণী
Spread the love

প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না

 প্রাণ ও আত্মা থাকলেই মানুষকে প্রকৃত মানুষ বলা যায় না। মানুষ নামের যোগ্য হতে হলে তাকে হতে হবে প্রশস্ত মনের অধিকারী। যার প্রাণ আছে তাকেই প্রাণী বলে। সে দিক থেকে মানুষের প্রাণ আছে বললেও মানুষ একটি প্রাণী কিন্তু অন্যান্য প্রাণীর সাথে মানুষের পার্থক্য রয়েছে। মানুষ মন সমৃদ্ধ একটি জীব। মানুষের মনে যে বিশেষ সত্তা রয়েছে তাই এই পার্থক্যের কারণ। অন্য প্রাণীদের মধ্যে এই মনের পরিচয় নেই। মানুষ তার মন দিয়ে সাধনা করে জীবনের বিচিত্র বিকাশ ঘটায় মানুষ মন থেকে তার চিন্তাভাবনা বুদ্ধি-বিবেক আবেগ-অনুভূতি ইত্যাদি প্রকাশ করে এবং জীবনের সেগুলো সুন্দর প্রতিফলন ঘটায়। মানুষের কার্যকলাপ থেকে সভ্যতা সংস্কৃতি জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটেছে মানুষের এই বৈশিষ্ট্য প্রাণিজগতের আর কারো নেই সকল প্রাণীর উপর মানুষের স্থান ও মর্যাদা সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য মানুষকে মনের দ্বারা চিন্তাভাবনার উন্নয়ন সাধন করতে হয়। মানুষকে মনুষত্ব থেকে আরো দেবত্বে রূপান্তর করে তাই মানুষ হতে হলে তাকে সুস্থ মনের অধিকারী হতে হবে।