Colorgeo

Classroom for Geology and Disaster

প্রীতি হীন হৃদয় আর প্রত্যয়হীন কর্ম

প্রীতি হীন হৃদয়
Spread the love

প্রীতি হীন হৃদয় আর প্রত্যয়হীন কর্ম সমার্থক

জীবনের যথার্থ সুখ লাভের জন্য প্রতিটি মানুষের একে অপরের প্রতি ভালোবাসা থাকা যেমন জরুরি তেমনি সফলতা লাভের জন্য প্রতিটি কাজ ও প্রত্যয় এর সাথে করা জরুরী। জন্মগতভাবে মানুষ ভালোবাসার দাস, প্রেম-প্রীতি ভালোবাসার বলেই সেই আদিকাল থেকে মানুষ একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নির্মাণ করেন সমাজজীবন। যুগ যুগ ধরে পরস্পরের প্রতি প্রীতির মধ্যেই মানুষ খুঁজে ফেরে শান্তির কপোত রচনা করে হৃদয় উত্থিত আবেগ কবিতা আর গান প্রীতি ও প্রেমের পূণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুঁড়েঘরে। প্রীতির কারণেই প্রয়োজনে পরহিতে মানুষ প্রাণ বিসর্জন দেয় সৃষ্টি করে উদাহরণ। পক্ষান্তরে মানবহৃদয় নির্মম হলে ব্যক্তিত্ব ও সমাজ জীবনে নেমে আসে বিপর্যয় তখন হিংসা হানাহানিতে পরিপূর্ণ হয় জীবন কলুষিত হয় সমাজ। এ কারণে নিরর্থক প্রীতি হীন হৃদয় কারো কাম্য হতে পারে না।  মানব জীবনের প্রতিটি কাজে আমাদের দৃঢ় প্রত্যয় থাকা দরকার।  দৃঢ় প্রত্যয় এর সাথে যে কাজই করা হোক না কেন তা সার্থক হবেই। পক্ষান্তরে প্রীতি হীন কর্ম অর্থহীন।  দুটোই সমার্থক। যে ছাত্র পড়াশোনা করে না প্রশংসনীয় ফলাফল সে কখনোই দেখতে পায়না। জীবনের প্রতিটি ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য। জীবন গঠনের এটাই আমাদের প্রকৃত সময়। ছাত্র জীবন পৃথিবীর গঠনের আর প্রত্যয় নিয়ে কাজ করার যথার্থ শিক্ষা গ্রহণে। আমাদের তাই এখনই যত্নবান হতে হবে কেননা আমরা বিশ্বাস করি প্রত্যয়হীন আর প্রীতি হীন হৃদয় কখনো সফল সার্থক নয়।