বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধএবং জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু
বিদ্যার মতো পরম ধন পৃথিবীতে আর নেই। আমাদের সমগ্র অগ্রগতির মূলে এই বিদ্যা কিন্তু যদি এই বিদ্যা মানব জীবনের সাথে সম্পর্কিত না হয় তবে তা হবে অর্থহীন। বিদ্যা হচ্ছে জ্ঞানার্জন শলাকা তিমির বিদারী জ্ঞানচক্ষু উন্মোচক খ্যাতি এনে দেয় খ্যাতি যশ। মানুষের অগ্রগতির মূলে রয়েছে বিদ্যা। হাদীসে বলা হয়েছে বিদ্যার মতো আর কিছু মহৎ নেই সত্যের চেয়ে বড় তপস্যা আর নেই বিজ্ঞানের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র।
মোহগ্রস্ত হলে বিদ্যা নামক পরম তপস্যা থেকে নিজেকে সরিয়ে রেখে তার মত অভাগা পৃথিবীতে নাই। জলে-স্থলে আজ মানবের যে সাফল্য এর মূলে রয়েছে জীবনের সাথে সম্পর্কিত জ্ঞান। জ্ঞানের দুটি উজ্জ্বল যে তার আলোকে সমগ্র পৃথিবী অন্ধকার দূর হয় প্রবাদে আছে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পুজ্যতে। পৃথিবীর সম্পদ বিদ্বান ব্যক্তি। পৃথিবীর সম্পদ মনে রাখতে হবে যে বিদ্যা নামক বস্তুটি যদি জীবনের সাথে সম্পর্কিত না হয় সেই বিদ্যা অর্থহীন। বিজ্ঞানের উদ্দেশ্য জীবনকে সফলতা প্রাণময় করে তোলা কবি বলেছেন বিদ্যা যে জানে না ভালো-মন্দ দুই চক্ষু আছে তথাপি সে অন্ধ.