ভালোবাসা

বৃষ্টি ও ভালোবাসা

Spread the love

রৌদ্রের প্রখরতার পরে পৃথিবী এখন শান্ত। বর্ষার ঝিরিঝিরি বৃষ্টির দিন আজ । সারাদিন বৃষ্টি ঝরছে প্রকৃতির চারিপাশে। বর্ষার আগমনে যেন কোলা ব্যাঙ ও গৃহ ত্যাগের বাসনা করে, বৃষ্টিতে ভিজবে বলে। বর্ষার ঝিরিঝিরি বৃষ্টির মত মম মন বৃষ্টিতে ভিজেছে। হৃদয় এখন গোলাপের পাপড়ির মত প্রস্ফুটিত ও উন্মত্ত। প্রচন্ড বৃষ্টির ফোঁটা মধ্যবিত্তের টিনের ঘরে একটি সুরের মূর্ছনা সৃষ্টি করে, দোলা দেয় মন। বৃষ্টি সিক্ত প্রকৃতির মতোই হেসে ওঠে ভালবাসার কামনায়। একাকীত্ব ভালো লাগেনা। বৃষ্টির এই পড়ন্ত দুপুর যেন মনে করিয়ে দেয় ভালবাসার যত গল্প। কবিতা লিখছে মন, সৃষ্টি হচ্ছে ভালোবাসার মিলনাত্মক উপন্যাস। বৃষ্টির ঝিরিঝিরি শব্দ-সুর অব্যক্ত থাকে।  সৃষ্টি হয়েই হারিয়ে যায় প্রকৃতির মাঝে, বৃষ্টির শব্দের সাথে তাকেই আজ পূর্ণ রূপে ব্যক্ত করতে হবে, দিতে হবে তাকে আকার গড়তে হবে একটা পরিপূর্ণ ভালোবাসার মূর্তি। উন্মত্ত আমি।

DSC 0771 1 scaled

Author: Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *