ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ
ভোগ বিলাসিতা কখনো প্রকৃত সুখ পাওয়া যায় না। প্রকৃত সুখ পাওয়া যায় আত্মত্যাগের মাধ্যমে। ভোগ ও আত্মত্যাগ মানবের আত্ম দলিল। ভোগের আকাঙ্ক্ষা মানুষের সীমাহীন দুঃখের কারণ। ত্যাগ তিতিক্ষা মানুষকে বিরক্ত করেনা বরং পূর্ণতা এনে দেয়। অপরের মঙ্গল কাজে যিনি নিজের জীবন অকাতরে বিলিয়ে দেন মৃত্যুর পরে তিনি আরও বড় হয়ে বেঁচে ওঠেন। কবি বলেছেন নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমরা যখন উপভোগের জীবন যাপন করি তখন শুধু নিজেদের জন্য বাঁচার চেষ্টা করি। এ রকম ভাবে বেঁচে থাকা তার মৃত্যুর সাথে পথ চলায় একই কথা। যখন ত্যাগ তিতিক্ষা মাধ্যমে জীবন অতিবাহিত তখন পরের জন্য আমরা বেঁচে থাকি। জীবন হয় অর্থবহ। ত্যাগের মাধ্যমে শ্রেষ্ঠ জীব অমরত্ব লাভ করতে পারে। ত্যাগ মহাশক্তি অপরদিকে ভোগ হল লক্ষ কোটি ফণাতোলা সাপ তাকে পদদলিত করা আমাদের কর্তব্য। নিভৃত না হওয়া পর্যন্ত আমরা স্বার্থক মানুষ হিসেবে নিজেদের পরিচয় দিতে পারি না। যে ত্যাগ করতে জানে ভোগের অধিকার তারই সাজে। নিঃস্বার্থভাবে অপরের জন্য জীবন বিলিয়ে দেয়ার মাঝেই জীবনের সার্থকতা থাকে। তাই ভোগ পরিহার করে ত্যাগ-তিতিক্ষা কে স্বাগত জানানো উচিত।