রবীন্দ্র সঙ্গীত সমস্ত সংগ্রহ এখানে আছে ।
রবীন্দ্র নাথ ঠাকুর ছিলেন একজন বহুমাত্রিক কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, উপন্যাসিক। তিনি বহুগুণের অধিকারী। তিনি গীতাঞ্জলী কাব্যের জন্য বাংলা সাহিত্যে নভেল পুরস্কার পান ১৯১৩ সালে।
বর্ণানুক্রমেঃ
অ আ এ ও ক ত দ ধ ব ভ ম শ য
রবীন্দ্র সঙ্গীত তালিকা
অ
-
অকারণে অকালে মোর পড়ল ডাক
-
অগ্নিবীণা বাজাও তুমি
-
অগ্নিশিখা এসো এসো
-
অচেনাকে ভয় কী
-
অজানা খনির নূতন মনির
-
অজানা সুর কে দিয়ে যায়
-
অধরা মাধুরী ধরেছি
-
অনন্ত সাগর মাঝে দাও
-
অনন্তের বানী তুমি
-
অনিমেষ আঁখি সেই
-
অনেক কথা বলেছিলাম
-
অনেক কথা যাও যে বলে
-
অনেক দিনের আমার যে গান
-
অনেক দিনের মনের মানুষ
-
অনেক দিনের শূন্যতা মোর
-
অনেক দিয়েছ নাথ
-
অনেক পাওয়ার মাঝে মাঝে
-
অন্তর মমও বিকশিত করো
-
অন্তরে জাগিছ অন্তর্যামী
-
অমল কমল সহজে জলের কোলে
-
অমল ধবল পালে লেগেছে
-
অমৃতের সাগরে আমি যাব
-
অয়ি বিষাদিনী বীণা
-
অয়ি ভুবন মোহিনী
-
অরূপ তোমার বানী
-
অরূপ বীণা রূপের আড়ালে
-
অলকে কুসুম না দিয়ো
-
অলি বার বার ফিরে যায়
-
অল্প লইয়া থাকি তাই
-
অন্ধকারের উৎস হতে
-
অন্ধকারের মাঝে আমায়
-
অন্ধজনে দেহো আলো
-
অবেলায় যদি এসেছ আমার
-
অশান্তি আজ হানল একি দহন জ্বালা
আ
-
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে
-
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে
-
আমারে করো জীবন দান
-
আকাশ তোমায় কোন রূপে মন চিনতে পারে
এ
ও
ক
ত
দ
ধ
ব
ভ
ম
য
শ