রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে
মানব জীবন দুঃখময় হোক না কেন একপর্যায়ে গভীর অমানিশা কেটে গিয়ে দেখা দেয় প্রভাত সূর্যের রশ্মি সুন্দর সুখী ও বিপদমুক্ত মুহূর্ত। মানবজীবন কণ্টকমুক্ত নয়। জীবন চলার পথে সুখ-দুঃখ বিপদাপদ পাশাপাশি অবস্থান করে । ফলে কখনো সুখ কখনো দুঃখ এসে জড়িয়ে যায় জীবনের সাথে দুঃখ ছাড়া যেমন সুখ কল্পনা করা যায় না। জীবন শুধু দুঃখ থাকে বা নিরর্থক বেদনার শেষ সীমায় অবস্থান করে জীবনের অন্ধকার কেটে যায় দেখা দেয় সোনালী ঊষা । তাই দুঃখের আঁধারে ঢেকে গেলেও হতাশ হবার কিছু নেই কারণ দুঃখের পর একসময় সুখ আসতে বাধ্য। রাত যত গভীর হয় ততই তার দিনের সান্নিধ্যে আসে। এটাই প্রকৃতির নিয়ম তুমি দুঃখ বেদনা বিপদ-আপদ যতই গভীর থেকে গভীর হয় বুঝতে হবে সুখের সোনালী প্রভাত তত নিকটে আসে। এ প্রসঙ্গে বলেছেন এমন কোন রাত নেই যার শেষ হবেনা এমন কোন দুঃখ নেই যা সময়ে ঠিক হয়ে যাবে না। জীবনের পাশাপাশি মৃত্যুর আহ্বান যেমন সত্য তেমনি সুখ-দুঃখ একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটিকে বাদ দিয়ে অবস্থিত কল্পনা করা মিথ্যা মরীচিকার ছাড়া আর কিছুই নয়।