সবুরে মেওয়া ফলে
জীবনের প্রতিটি পদক্ষেপে ধৈর্য ও সহনশীলতা নিয়ে এগিয়ে চলে সাফল্য অবশ্যম্ভাবী ধৈর্য ধারণের মধ্য দিয়েই মানুষের জীবন কুসুমাস্তীর্ণ হয়ে ওঠে হঠাৎ করে বা অনায়াসেই কারো জীবনে সাফল্য আসেনা নানা ঘাত-প্রতিঘাত বাধা-বিপত্তি আর দুঃখ কষ্ট পেলে মানুষ সাফল্যের স্বর্ণ শিখরে সমাসীন হয় দীর্ঘদিন ধরে অসীম ধৈর্য আর তিলে তিলে গড়া কর্মের ফল এর প্রতিদানে সাফল্য জীবন যুদ্ধে জয়ী হওয়ার প্রধান অস্ত্র হল ধৈর্য ।ধৈর্য ধারণের মধ্য দিয়েই মানুষকে কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হয় জীবনে চলার পথে বাধা বিপত্তি আসবে এটাই স্বাভাবিক এবং এটাই জীবনের ধর্ম কিন্তু তাই বলে ভেঙে পড়লে চলবে না ।হাত গুটিয়ে বসে থেকে শুধু যন্ত্রনা কে মেনে নেওয়ার মধ্যে কোন কৃতিত্ব নেই । ঘাত-প্রতিঘাত আর যন্ত্রণার পাহাড় ডিঙিয়ে ঘুরে দাঁড়ানোর মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা । প্রতিটি মহামানবের জীবন পর্যালোচনা করলে দেখা যায় তারা কেন বাধা-বিপত্তি পেরিয়ে সফল হয়েছে তারা কোনো বাধা-বিপত্তি ভেঙে পড়েননি অসীম ধৈর্য আর সাহসিকতা নিয়ে দিনের পর দিন রাতের পর রাত অপেক্ষা করছেন আমাদের মহান স্বাধীনতা অর্জনের ফলশ্রুতি সুতরাং সবুর করা অর্থাৎ ধৈর্য ধারণের মধ্য দিয়ে মানুষ ধীরে ধীরে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় ধৈর্যধারণ অত্যন্ত কষ্টসাধ্য কিন্তু নিষ্ঠার সাথে মহান মানবিকে আয়ত্ত করতে পারলে একদিকে জীবনের সাফল্য নেমে আসে অন্যদিকে তারা দেশ ও জাতি উপকৃত হয়