Colorgeo.com

Disaster and Earth Science

সুসময়ে অনেকেই বন্ধু হয় বটে অসময়ে হায় কেউ কারো নয়

 

প্রতিটি মানুষের জীবনের সাথে সুখ-দুঃখ জড়িত। সেই সুখ দুঃখ মানুষের জীবনে পর্যায়ক্রমে আসে। তবে এর কোনটাই স্থায়ী নয়। সুখের পর দুঃখ, দুঃখের রাত্রি শেষ হলে আসে সুখ। সুখের দিনগুলো মানুষ একাই কাটাতে পারে আনন্দের মধ্য দিয়ে কিন্তু দুঃখের মুহূর্তে তার প্রয়োজন হয় অন্যের সহযোগিতা। কিন্তু আমাদের এই স্বার্থপর সংসারে প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া খুবই কঠিন। এখানে সুসময়ের বন্ধুর কোনো অভাব হয়না। তারা প্রয়োজনে-অপ্রয়োজনে অনেকেই বন্ধুত্ব করতে ছুটে আসে। তারা শুধু নিজেদের কর্ম উদ্ধারের জন্য এরূপ করে থাকে। অপরদিকে দুঃসময়ে সেই বন্ধুরাই চলে যায় দূরে। এই বন্ধুদের বলা হয় বসন্তের কোকিল।  কোকিলের মতো সুযোগ সন্ধানী। যখন ফুলের মেলা বসে গাছে গাছে যখন সবুজ পাতার ছড়াছড়ি তখন  মৌ মাছি আসে। শীতের সময়ে এই কোকিলেরা দেখা মেলে না ঠিক তেমনি ফুলে যখন মধু থাকে তখন ভ্রমর ফুলের আশেপাশে গুনগুন করে। ফুলের মধু ফুরিয়ে গেলে ভ্রমর চলে যায় অন্যত্র। সুসময়ের বন্ধু ঠিক তেমনি তাদের নিজেদের স্বার্থ ফুরিয়ে গেলে চলে যায়। অদৃশ্যের নির্মম পরিহাস যখন ভাগ্যাকাশে নেমে আসে কালোমেঘ তখন শত সাধনার কাছে পাওয়া যায় না। আবেদনে সাড়া দেয় না যা কখনো কারো কাম্য নয়।