অবচেতন মন কি Subconscious Mind? কিভাবে কাজে লাগাতে পারি
আমাদের দুটি মন রয়েছে সচেতন মন এবং অবচেতন মন।
সচেতন মন হল আমরা যা কিছু দেখি, যা কিছু করি, নিজের পরিকল্পনা দিয়ে, প্লান করে তার সবটাই সচেতন মনের দ্বারাই করি। যেমন আগুনে হাতে দিলে আমরা হাত পুড়ে যেতে থাকলে হাত তৎক্ষণাৎ উঠিয়ে ফেলি। রাস্তার পিছন থেকে কোন দ্রুত যান এসে ধাক্কা দেয় কিনা তা আমরা আমরা সচেতন মন দিয়েই নিজেদেরকে সতর্ক করি। মুল কথা আমরা যা করি তার বেশিরভাগ সচেতন মন দিয়েই করি।
অবচেতন মন হল আমাদের অজান্তেই কিছু কাজ আমরা করে ফেলি যা আমাদের কোন ধরনের পূর্ব পরিকল্পনা ছিল না। সে সব কাজ আমরা করি অবচেতন মন থেকে যা আমাদের কে তাড়িত করে। অবচেতন মনের ক্রিয়া বোঝা খুব মুশকিল। কিভাবে অবচেতন মন কাজ করে তারও দিশা খুঁজে পাওয়া যায় না। তবে অবচেতন মনের কাজের মেকানিজম বুঝতে না পারলেও কাজ সে ঠিকই করে এবং আমরা সবাই তার দ্বারা তাড়িত হয়ে কাজ সমাধান করি।
অবচেতন মনের কাজ সূক্ষ্ম এবং গুপ্ত। যেমন রাতে ঘুমানোর সময় যদি এলাম ঘড়িতে টাইমার সেট না করেই শুধু মনে মনে একটু গভীর ভাবে চিন্তা করলে ঠিক ভোর ছয় টায় উঠতে পারা যায় ( যদিও ৫ -১০ মিনিট কম বেশি হতে পারে; এটাও নির্ভর করছে কতটা গভীর ভাবে চিন্তা করা হল তার উপর)। এটা ই হল অবচেতন মনের ঘড়ি।
এখন প্রশ্ন হল কেন অবচেতন মন কাজ করে। কারণ আমাদের মনটা একটা চিন্তার ছাপ রেখে দেয় আর আমাদের অবচেতন মন সেই চিন্তা টাকে বাস্তবে রূপান্তর করতে চায়। একটু বুঝিয়ে বললে ভাল বোঝা যাবে। ধরুন আপনি ভাবছেন আপনি নিজে অনেক সম্পদশালী ব্যাক্তি কিন্তু বাস্তবে আপনি তা নন ।
আপনার অর্থ বিত্ত টাকা পয়সা কিছু নাই কিন্তু যেহেতু আপনি ভেবেছেন যে আপনি ধনী তাই অবচেতন মন আপনার বর্তমান বাস্তবতার সাথে কোন মিল খুঁজে পায় না তখন অবচেতন মন আপনাকে আপনার চিন্তার বিষয়টাকে বাস্তবে রূপ দিতে নিজে নিজেই আপনার অজান্তে পথ বা উপায় খুঁজতে থাকে। এখানেই এই অবচেতন মনের দূরদর্শিতা। আপনি যদি অবচেতন মনকে এভাবে উত্তেজিত করতে পারেন তখন সে (আপনার অবচেতন মন) আপনাকে উপায় বলে দিবে।
অবচেতন মনের ক্রিয়াকে অবজ্ঞা করা যায় না। আমরা আমাদের অবচেতন মনকে কাজে লাগাতে পারি না তাই আমরা আমাদের উদ্দেশ্য বা আশা পূরণ করতে পারি না । তবে এটা এমন নয় যে অবচেতন মন আপনাকে আপনার আশা বা লক্ষ্য আপনার হাতে এনে দিবে এমন টা ঠিক নয়। অবচেতন মন আপনার লক্ষ্য ও উদ্দেশ্যে পূরণে শুধু মাত্র পথ দেখাবে।
এখন আমরা জানব কিভাবে আমাদের অবচেতন মনকে ধনী হবার ক্ষেত্রে কাজে লাগাতে পারি।
শুধু মাত্র ধনী হওয়া বলেই নয় আপনি যে কোন কিছু র জন্য আপনার অবচেতন মনকে অনুররিত করতে পারবেন সে আপনাকে সাহায্য করবে। বিশ্বাস করুন আপনার অবচেতন মনের ক্ষমতা আপনার সচেতন থেকেও বহু বহু গুণ।
যাই হোক কাজের কথায় আশা কাজ । এখন জানব কিভাবে আপনার অবচেতন মনকে কাজে লাগিয়ে ধনী হওয়া যায়।
অবচেতন মন (Subconscious Mind) কে কাজে লাগানঃ
ধরুন আপনার অনেক টাকা পয়সা দরকার।
১। প্রথমেই একটি নির্জন স্থান নির্বাচন করুন। যেহেতু বর্তমান যুগে এসে নির্জন স্থান নাই বললেই চলে। আপনি রাতে ঘুমানোর ঠিক আগের সময় টাকে নির্জন মনে করে কাজটা করতে পারেন।
২। মনটাকে একটা নির্দিষ্ট কেন্দ্র বিন্দুতে স্থাপন করুন
৩। ভাবতে থাকুন যে আপনার বিছানার নিচে অঢেল টাকা। আপনি টাকার বিছানার উপর শুয়ে আছেন। আপনি টাকার একটা অনুভূতি পাচ্ছেন আপনার পিঠে। আপনার চারিদিকে যেখানেই দেখছেন সেখানেই শুধু টাকা পয়সা অলঙ্কার ইত্যাদি।
৪। চোখ বন্ধ করে আরও ভাবতে থাকুন যে আপনি মানুষকে দুহাতে টাকা বিলাচ্ছেন। মানুষ খুব খুশি হচ্ছে । আপনি নিজ হাতে টাকা গুণে গুণে তাদের কে টাকা দিচ্ছেন।
৫। ৩০ মিনিট থেকে ৬০ মিনিট পর্যন্ত একটানা মনকে শুধু মাত্র টাকার উপর কেন্দ্রীভূত করে ভাবতে থাকুন।
৬। এভাবে ভাবত ভাবতে একটা সময় ঘুমিয়ে যাবেন
৭। আপনি এখন গভীর ঘুমে
আপনার ধ্যান এর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সকালে অথবা অতি তাড়াতাড়ি আপনি ধনী হবার জন্য কোন সুখবর পাবেন। কেমন হতে পারে সেই মেসেজ গুলো?
আপনি হয়ত নতুন কিছু কারার উৎসাহ পাবেন। অথবা নতুন কোন আইডিয়া পেয়ে যাবেন। কি করলে আপনার ধনী হবার পথ উন্মুক্ত হয়, আপনি আপনার অবচেতন মনের থেকেই পেয়ে যাবেন। কোন দৈববানি আসবে না। আপনার সচেতন মনই বলবে আমাকে এটা করতে হবে। অর্থাৎ আপনার অবচেতন মন, আপনার সচেতন মনকে দিয়ে কাজটা করিয়ে নিবে যতক্ষণ না আপনি ধনী হচ্ছেন। এর কারণ আপনি নিজেকে ভেবেছেন বিরাট ধনী ব্যক্তি কিন্তু বাস্তবে আপনি নিঃস্ব। তাই এই অসামঞ্জস্য ও সংকট আপনার অবচেতন মনই পূরণ করতে হাজার চেষ্টা করে যাবে।
আপনার কাজ হল আপনার অবচেতন মনকে অনুসরণ করা।
More Stories
Bloom’s Taxonomy verbs of three Domain
Herbal Shampoo for Preventing Hair Fall
Customized vector map america Download