Colorgeo.com

Disaster and Earth Science

মুকুট পরা শক্ত কিন্তু মুকুট পরিত্যাগ

মুকুট পরা শক্ত

মুকুট পরা শক্ত কিন্তু মুকুট পরিত্যাগ করা আরো কঠিন

 ক্ষমতা বা  মুকুট পরা  সহজ । ক্ষমতা থেকে সরে যাওয়া  আরও কঠিন। মানুষ একবার ক্ষমতায় আসতে পারলেন তার নেশায় মত্ত হয়ে ওঠে। ক্ষমতার গৌরব থেকে কিছুতেই বের হতে চায় না তখন সে জীবনকে উৎসর্গ করে এমনকি অন্যায় ভাবে হলেও ক্ষমতায় টিকে থাকতে চেষ্টা করে। কাজেই মুকুট পরা যেমন সত্য তেমনি মুকুট পরিত্যাগ করা কঠিন। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার নিঃসন্দেহে কঠিন ব্যাপার কিন্তু তার চেয়েও কঠিন ক্ষমতা ত্যাগ করা। কারণ ক্ষমতায় গেলে মানুষের দায়িত্ব কর্তব্য বেড়ে যায় তাছাড়া ক্ষমতার মোহ ক্ষমতা ছাড়তে দেয় না।