Colorgeo.com

Disaster and Earth Science

আলুটিলা গুহা ঘুরে আসলাম কেমন ছিল সে অভিজ্ঞতা?

Spread the love

আলুটিলা গুহাতে ঢুকতে প্রথমেই যে জিনিস টা আপনাকে অবাক করবে টা হল গুহার ভিতরের দিকে তাকালে অন্ধকার দেখতে পাবেন। পৃথিবীর সব গুহাতেই এমনটা হয় যেহেতু আল পৌঁছাতে পারে না। যারা একটু সাহসী তারা হয়ত এই অন্ধকার জগতের পশ্চাতে কি আছে তা নিয়ে শঙ্কিত থাকবে না কারণ হিসাবে বলা যায় এটা একটা টুরিস্ট প্লেস তাই গুহাতে প্রবেশ নিরাপদ এটা সবাই জানে। তবু কিছু কিছু অতি আদুরে ভ্রমণ পিয়াসু মেয়েরা ভয় পাবে এটাই স্বাভাবিক।

আমার সাথে যারা গিয়েছিল তাদের মধ্যে কয়েকজন মেয়ে ত একেবারে সরাসরি মুখের উপর না বলে দিল । তবে আমি যেহেতু বললাম যে ভয়ের কোন কারণ নাই তাই তারা অধিক সাহস সঞ্চার করে গুহাতে প্রবেশ করার মন স্থির করল।

 

সাড়া পেয়ে আমি ছাত্রদের নিয়ে  একটা স্মৃতি চারণ মূলক ছবি তুললাম।

alutila guha​

alutila guha​

alutila guha​